‘ভালো মানুষ ভালো দেশ-স্বর্গভুমি বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে ।
আজ শনিবার দুপুরে কোয়ান্টম ফাউন্ডেশন আয়োজনে স্বাধীনতা রজতজয়ন্তী স্কুল মাঠে চার শতাধিক দবিদ্র শীতার্তদের মধ্যে শীত বন্ত্র তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হেদায়েতুল ইসলাম ।
এ সময় শীত উপহার হিসেবে শীতবস্ত্র পেয়ে সুবিধাভোগীরা জানান, সংগঠনের পক্ষ থেকে আমাদের বাসায় গিয়ে স্লিপ দিয়ে আসছে। আজ কম্বল পেয়ে আমাদের খুব উপকার হলো।
এতে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাপস চক্রবর্ত্তী তুষার, কোয়ান্টাম ফাউন্ডেশন গাইবান্ধা সেলের আর্ডেন্টিয়ার ফারুক হোসেন, এস এম মনিরুজাম্মান সবুজ, মোশারফ মুক্ত সহ সংগঠনের জেলা কর্মকর্তা ও কর্মচারিরা।
বিএইচ