Top

গাইবান্ধার সাদুল্লাপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৫ ডিসেম্বর, ২০২৪ ৬:৫৪ অপরাহ্ণ
গাইবান্ধার সাদুল্লাপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুরে পুকুরের পানিতে ডুবে নুরুল ইসলাম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) বিকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের জুনিদপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

শিশুটি নুরুল ইসলাম জুনিদপুর গ্রামের জহিরুল ইসলাম ও নাসিমা বেগম দম্পতির সন্তান। বিষয়টি নিশ্চিত করেছেন রসুলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম।

স্বজনরা জানায়, রোববার দুপুরে বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে ফুটবল খেলছিল নুরুল। খেলার এক পর্যায়ে বলটি পাশের পুকুরে পড়ে যায়। বল তুলতে গিয়ে নুরুল পানিতে হাবুডুবু খেতে শুরু করে। বিষয়টি টের পেয়ে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক নুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এম জি

শেয়ার