Top

টাঙ্গাইলের নানা কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন

১৬ ডিসেম্বর, ২০২৪ ৫:৫৮ অপরাহ্ণ
টাঙ্গাইলের নানা কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন
টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, ৩১ বার তোপধ্বনী, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়াসহ কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শহীদ স্মৃতিস্তম্ভে রাষ্ট্র, মুক্তিযোদ্ধা কমান্ড ও জেলা পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক শরীফা হক। এরপর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, পৌরসভার পক্ষে প্রশাসক শিহাব রায়হানসহ বিভিন্ন সরকারি দপ্তর ও বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এদিন সকাল সাড়ে ৯ টায় শহিদ স্মৃতি স্তম্ভে আনুষ্ঠানিকভাবে জাতীয় উত্তোলন ও ১০ টায় জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

দিবসটি উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১০ টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাবেক সভাপতি হামিদুল হক মোহন, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মন্ডল, বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামাল প্রমুখ। শেষে বিজয় দিবস উপলক্ষে জেলা ৬৯৫ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়। এ সময় বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি

জেলা বিএনপির উদ্যোগে বিজয় দিবসে বিজয় র‌্যালি করা হয়েছে। সোমবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে র‌্যালি বের করে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে গিয়ে শেষ হয়। পরে সেখানে শহীদ বেধীতে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ। এ সব কর্মসূচিতে বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।

জামায়াতের র‌্যালি

দিবসটি উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে শহর ও সদর উপজেলা জামায়াতে ইসলামী’র উদ্যোগে র‌্যালি করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় শহরের শহীদ স্মৃতি পৌরসউদ্যাণ থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ, সাংগঠনিক সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সদর উপজেলার আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল, শহর নায়েবে আমীর মাওলানা খন্দকার আব্দুর রহিম, সদর উপজেলা সেক্রেটারি মো. আলমগীর হোসেন, শহর সেক্রেটারি মো. সাইফুল ইসলাম, সদর উপজেলা সহকারী সেক্রেটারি মো. শরিফুল ইসলাম প্রমুখ।

বিএইচ

শেয়ার