Top

সাতক্ষীরায় বাইক-ডাম্পারের সংঘর্ষ, দুই বন্ধু নিহত

১৭ ডিসেম্বর, ২০২৪ ৬:০১ অপরাহ্ণ
সাতক্ষীরায় বাইক-ডাম্পারের সংঘর্ষ, দুই বন্ধু নিহত
সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরায় ট্রাকের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা তিনটার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের মাধবকাঠি বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে শহরের মুনজিতপুর এলাকার জামাল হোসেনের ছেলে মোঃ জয় (২০) ও তার বন্ধু রাজারবাগান কলেজ এলাকার হাবিবুল্লাহের ছেলে শিহাব (২০)।

প্রত্যক্ষদর্শী ও সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ইউপি সদস্য রবিউল ইসলাম জানান, বেলা আড়াইটার দিকে একটি ডাম্পার ট্রাক সাতক্ষীরার দিকে যাচ্ছিলো। এসময় যশোরের দিকে এফজেড বাইকে (ভার্সন ২) দুজন আসছিলো। সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাঠি এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে ঢুকে যায়। এতে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে আসে।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিমুল ইসলাম জানান, ডাম্পার ট্রাক ও এফ জেড মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের নিচে মোটরসাইকেল ঢুকে যায়। নিহতদের উদ্ধার ও ট্রাকটি আটক করা হয়েছে।

এম জি

শেয়ার