Top

বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগ

১৮ ডিসেম্বর, ২০২৪ ১:৫৩ অপরাহ্ণ
বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগ
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের জেলের কাছ থেকে চাঁদা আদায় ও জলাশয়ের মাছ লুটপাটের অভিযোগ উঠেছে।

এ নিয়ে বুধবার ১৮ ডিসেম্বর সংবাদ সম্মেলন করেন ভূক্তভোগী মৎস্যচাষী শ্রী লক্ষন চন্দ্র দাস।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ভুক্তভোগী শ্রী লক্ষন চন্দ্র দাস, স্ত্রী মৌমিতা রানী দাস, পিতা চিত্র রন্জন দাসসহ অন্যান্যরা। তারা বলেন, চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মেহেরুন গ্রামে আমাদের বাড়ি। ব্যবসায়ীক কারনে ছেংগারচর পৌরসভার কেশইরকান্দি গ্রামের নূর আলমের বাড়ীতে ভাড়ায় থাকি। গত প্রায় ৯ মাস আগে রুহিতারপাড় জলাশয়ে ৪৮ লাখ টাকা খরচ করে ৫শ’৫০ মণ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করি। গত ৫ আগষ্টের পর থেকে ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধান আমার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে সব মাছ ধরে নিয়ে যাবে বলে হুমকি দিতে থাকে।

তারা আরও বলেন, আমি লোন করে ২০ আগষ্ট জাহাঙ্গীর প্রধানকে ২ লাখ টাকা দেই। পরে আরো ১ লাখ টাকা না দেওয়ায় বিভিন্ন সময় জলাশয়ের মাছ ধরে নিয়ে যায় এবং আমার পরিবারকে মেরে ফেলার হুমকি দিয়েছে। এখন আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছি।

এ ঘটনায় মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অফিসার ইনচার্জ মো.রবিউল হক জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনজে

শেয়ার