রাজধানীর কড়াইলের বৌ বাজার বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।
বুধবার (১৮ ডিসেম্বর) ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেল সোয়া ৪টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
তিনি আরও বলেন, বৌ-বাজার বস্তিতে আগুন লাগার খবর আসার পর পরই গাড়ি পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট। আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। যানজটে রাস্তায় আটকে আছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
বিএইচ