Top

পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে কমিশন গঠনের দাবি গণঅধিকার পরিষদের

১৮ ডিসেম্বর, ২০২৪ ৫:০৪ অপরাহ্ণ
পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে কমিশন গঠনের দাবি গণঅধিকার পরিষদের

পিলখানা হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও সুষ্ঠু তদন্তের স্বার্থে বিচারবিভাগীয় জাতীয় তদন্ত কমিশন গঠনের দাবিতে মানববন্ধন করেছে গণঅধিকার পরিষদ (একাংশ)।

বুধবার (১৮ ডিসেম্বর) বেলা সোয়া ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন- সংগঠনের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, সদস্য সচিব মো. ফারুক হাসান, যুগ্ম সদস্য সচিব মো. তারেক রহমানসহ সংগঠনের প্রায় ৪০ জন নেতাকর্মী।

মানববন্ধন শেষে সংগঠনের সদস্য সচিব মো. ফারুক হাসানের নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

তদন্ত কমিশন গঠনে গণঅধিকার পরিষদের সুপারিশ-

১। সুপ্রিমকোর্টের আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রধান করতে হবে।
২। হাইকোর্ট বিভাগের ১/২ জন বিচারপতিকে অন্তর্ভুক্ত করতে হবে।
৩। বিডিআরের সাবেক সিনিয়র অফিসারদের মধ্যে থেকে ১/২ জনকে অন্তর্ভুক্ত করতে হবে।
৪। একজন মানবাধিকার কর্মীকে অন্তর্ভুক্ত করতে হবে।
৫। একজন আন্তর্জাতিক গণহত্রা সম্পর্কিত এক্সপার্টকে অন্তর্ভুক্ত করতে হবে।
৬। বর্তমান সীমান্তরক্ষী বাহিনী বিজিবির নাম পরিবর্তন করে আবারো বিডিআরে রূপান্তর করতে হবে।
৭। কারাবন্দী বিডিআর সদস্যদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।

এম জি

শেয়ার