Top
সর্বশেষ
ইআরএফের নতুন সভাপতি দৌলত আকতার মালা, সম্পাদক আবুল কাশেম শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই সর্বোত্তম পেতে গিয়ে যেন উত্তমকে হারিয়ে না ফেলি: দেবপ্রিয় ভোটার হওয়ার বয়স ১৭ হওয়া উচিত: প্রধান উপদেষ্টা এক্সপ্রেসওয়েতে তিন গাড়িকে বেপরোয়া বাসের ধাক্কা, নিহত ৫ বাংলাদেশ-চীন সর্ম্পক নতুন উচ্চতায়: পররাষ্ট্র উপদেষ্টা সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়: প্রধান উপদেষ্টা ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যু গাজায় হাসপাতালের কাছে ইসরায়েলি হামলায় ৪৫ জন নিহত দেশে অবৈধভাবে থাকা বিদেশিদের বিরুদ্ধে ৩১ জানুয়ারির পর ব্যবস্থা

সিরিয়ায় দূতাবাস পুনরায় খোলার পরিকল্পনা ইরানের

২৫ ডিসেম্বর, ২০২৪ ৩:৫১ অপরাহ্ণ
সিরিয়ায় দূতাবাস পুনরায় খোলার পরিকল্পনা ইরানের
আন্তর্জাতিক ডেস্ক :

সিরিয়ার দামেস্কে আবারও দূতাবাস খোলার পরিকল্পনা কথা জানিয়েছে ইরান। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে দেশটির সরকারের মুখপাত্র ফাতেমা মোহাজেরানি এসব কথা বলেন। খবর তেহরান টাইমেসর।

ফাতেমা মোহাজেরানি জানান, দামেস্কে ইরানের দূতাবাস আবারও খোলার বিষয়ে ইরান একটি কূটনৈতিক অবস্থান নিয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের পর এই অবস্থান গৃহীত হয়েছে।

তিনি বলেন, ইরান ও সিরিয়ার সরকার তেহরান এবং দামেস্কে তাদের দূতাবাসগুলো পুনরায় খোলার জন্য প্রস্তুত রয়েছে। দুই দেশের দূতাবাস পুনরায় খোলার জন্য কূটনৈতিক পরামর্শ চালিয়ে যাচ্ছি বলেও জানান তিনি।

গত ১৫ ডিসেম্বর দামেস্ক ইরানের রাষ্ট্রদূত ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির কাছ থেকে সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা রক্ষা এবং ইরানের জাতীয় স্বার্থ সুরক্ষার জন্য কিছু সুপারিশ গ্রহণ করে।

সিরিয়ায় ১৩ বছরের গৃহযুদ্ধের পর গত ৮ ডিসেম্বর বিদ্রোহীরা প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করেছে। দীর্ঘ এই যুদ্ধে আসাদকে টিকিয়ে রাখতে কয়েক বিলিয়ন ডলার ব্যয় করেছে ইরান। এমনকি নিজেদের মিত্রকে ক্ষমতায় রাখতে বিপ্লবী গার্ড বাহিনী মোতায়েন করেছিল তেহরান।

হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বাধীন এক ঝটিকা অভিযানে এই মাসের শুরুতে আসাদ সরকারের পতন হয়। তিনি দেশ থেকে পালিয়ে মিত্র রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। এইচটিএসের সিরিয়া দখলের পর হাজার হাজার ইরানি সিরিয়া ছেড়েছেন। দামেস্কে ইরানি দূতাবাসে হামলার ঘটনাও ঘটেছে।

সিরিয়ার নতুন শাসক ও এইচটিএস নেতা আহমেদ আল-শারা বছরের পর বছর ধরে দেশটিতে আসাদের পক্ষে ইরানের ভূমিকার সমালোচনা করেছেন।

বিএইচ

শেয়ার