বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের প্রতিবাদে রাজধানীর মতিঝিল শাপলাচত্বরে বিক্ষোভ মিছিল করেছে যুবঅধিকার পরিষদ। এ সময় পুলিশের সঙ্গে যুব অধিকার পরিষদের মধ্যে প্রায় আধাঘণ্টা ব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। পুলিশ আন্দোলনকারীদের মধ্যে রফিকুল মাদানী ওরফে শিশুবক্তাসহ এগারোজনকে আটক করেছে।
ডাকসুর সাবেক ভিপি নুরের ছাত্র অধিকারসহ কয়েকটি সংগঠনের কর্মীরা অংশ নেয়।
পুলিশ মিছিলের গতিরোধ করতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এসময় পুলিশ ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে, মিছিলকারীও পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে।
বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুর ১২টায় মতিঝিল শাপলাচত্বর এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ৩০ মিনিট ধরে চলা এ মিছিলে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন।
অন্যদিকে এ ঘটনার পর মতিঝিল এলাকা থেকে পুলিশ শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানিসহ ১১জনকে আটক করেছে।