Top

রিকারশন ফিনটেক চালু করল ই-ওয়ালেট ক্যাশবাবা

২৫ মার্চ, ২০২১ ২:১৬ অপরাহ্ণ
রিকারশন ফিনটেক চালু করল ই-ওয়ালেট ক্যাশবাবা

‘ক্যাশবাবা’ না‌মের ই-ওয়ালেট সেবা চালু করে‌ছে রিকারশন ফিনটেক লিমিটেড। বুধবার (২৪ মার্চ) আনুষ্ঠানিকভাবে এ সেবা চালু ক‌রে কোম্পানিটি, যা বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের জন্য একটি নতুন দিগন্তের সূচনা।

ই-ওয়ালেট সেবা চালুর অনুষ্ঠানে উপস্থিত ছি‌লেন রিকারশন ফিনটেকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আকীকুর রহমান চৌধুরী। এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান‌টির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আরিফ হোসেন, চিফ মার্কেটিং অফিসার ও ডিরেক্টর মো. শাহেদ উল্লাহ শাহেদ প্রমুখ।

এর আগে গত বছ‌রের ২৪ মার্চ রিকারশন ফিনটেক লিমিটেডকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে পূর্ণ লাইসেন্স দেয় বাংলাদেশ ব্যাংক। রিকারশন ই-ওয়ালেট, পেমেন্ট গেটওয়ে, পেমেন্ট সুইচ এবং কার্ড স্কিম এর সঙ্গে সংযুক্ত সিএমএস সফটওয়্যারসমূহ তৈরি করে যা PCI-DSS, ISO এবং EMVCo বর্ণিত মানদণ্ড নিশ্চিত করে।

ক্যাশবাবা সেবার মাধ্য‌মে গ্রাহক ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে যেকোনো ব্যাংক হিসাব থেকে ক্যাশ ইন ও কোনো খরচ ছাড়া অর্থ পাঠাতে পার‌বেন। এছাড়া সব ধর‌নের লেনদেন, কিউআর কোড ও এনএফসির মাধ্যমে পেমেন্ট গ্রহণ কর‌া যা‌বে।

শেয়ার