Top

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ছাড়ছে না দূরপাল্লার যান

২৮ মার্চ, ২০২১ ১১:১৪ পূর্বাহ্ণ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ছাড়ছে না দূরপাল্লার যান

হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতালে চট্টগ্রাম মহানগরে সীমিত সংখ্যক যানবাহন চলাচল করলেও দূরপাল্লার কোনো যান চলাচল করছে না।

এদিকে, রোববার (২৮ মার্চ) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং চট্টগ্রাম নগরী থেকে হাটহাজারী ও পটিয়ায় সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা। এর ফলে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক, চট্টগ্রাম-কক্সবাজার সড়কে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। তবে সকাল থেকে চট্টগ্রামের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক বলেন, ‘হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছেন। চট্টগ্রামের কোথাও যানবাহন চলাচল করছে না।’

চট্টগ্রামের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) নেজাম উদ্দিন জানিয়েছেন, হরতালে কোনো ধরনের সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে এ জন্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী মাঠে রয়েছে। এখানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শেয়ার