বাণিজ্য প্রতিদিনের প্রথম প্রতিনিধি সম্মেলন ভার্চুয়ালি সম্পন্ন হয়েছে। আজ রোববার বিকেলে এই প্রতিনিধি সম্মেলন শুরু হয় ।
প্রতিনিধি সম্মেলনে সূচনা বক্তব্য দেন বাণিজ্য প্রতিদিন পত্রিকার সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ । সম্মেলনে প্রতিনিধিগণ কাজ করতে গিয়ে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
এছাড়া সম্ভাবনার কথাও উঠে আসে আলোচনায়। পত্রিকার সম্পাদক ও চিফ রিপোর্টার প্রতিনিধিদের কথা মনোযোগ দিয়ে শোনেন ।
এতে অনলাইনে যুক্ত ছিলেন সম্পাদক এ কে এম শাহরিয়ার, চিফ রিপোর্টার গিয়াস উদ্দিন, মফস্বল সমন্বয়কারী নাজমুল ইসলাম এবং সারাদেশের প্রতিনিধিবৃন্দ।
পত্রিকার চিফ রিপোর্টার গিয়াস উদ্দিন তার আলোচনায় প্রতিনিধিদের সঙ্গে নিয়ে অনেকদূর যাওয়ার যে স্বপ্ন সেটা তুলে ধরেন। তিনি জানান আন্তরিকতা ও নিয়মনীতি মেনে কাজ করলে দ্রুত সফলতা পাওয়া যায়। বাণিজ্য প্রতিদিন সে লক্ষে কাজ করছে বলেও জানান তিনি।
পত্রিকার সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ প্রতিনিধিদের দায়িত্বশীলতার সাথে কাজ করার পরামর্শ দেন। তিনি বলেন, সময়ের সাথে পাল্লা দিয়ে যেমন চলতে হবে, তেমনি তথ্যনির্ভর সঠিক সংবাদ পরিবেশন করাও গুরুত্বপূর্ণ।
তিনি পত্রিকার নীতি, আদর্শ ও লক্ষ্য তুলে ধরে প্রতিনিধিদের কাজ করার পরামর্শ দেন, যাতে পত্রিকা গ্রহণযোগ্য সম্মানজনক স্থানে দ্রুত পৌঁছাতে পারে।