Top

আখাউড়া স্থলবন্দরে ৮ দিন পর আমদানি-রফতানি শুরু

৩০ মে, ২০২০ ১:০৮ অপরাহ্ণ
আখাউড়া স্থলবন্দরে ৮ দিন পর আমদানি-রফতানি শুরু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আজ শনিবার সকাল থেকে পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে টানা ৮ দিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে।

তবে লকডাউনের কারণে ভারত ও বাংলাদেশে আটকে পড়া বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাওয়া আসা করতে পারলেও স্বাভাবিক যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ রয়েছে।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম জানান, ঈদুল ফিতর উপলক্ষে গত ২২ মে থেকে ২৯ মে পর্যন্ত টানা আট দিন বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকার আজ ৩০শে মে শনিবার সকাল থেকে বন্দরের কার্যক্রম পূণরায় শুরু হয়েছে।

আখাউড়া কাস্টমস রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, ৮ দিন বন্ধ থাকার পর আজ শনিবার সকালে সিমেন্ট রপ্তানির মধ্য দিয়ে বন্দরের ব্যবসায়ীক কার্যক্রম শুরু হয়েছে। উল্লেখ্য করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ ও ত্রিপুরারাজ্যে লকডাওন থাকায় সীমিত আকারে প্রতিদিন ৩০-৪০টি আমদানি কৃত পণ্যবাহী ট্রাক গ্রহণ করছে ভারতীয় কতৃপক্ষ।

শেয়ার