Top

দেশব্যাপী লকডাউন: রাজধানীতে বাস ছাড়া চলছে সব যানবাহন

০৫ এপ্রিল, ২০২১ ২:০০ অপরাহ্ণ
দেশব্যাপী লকডাউন: রাজধানীতে বাস ছাড়া চলছে সব যানবাহন
মেহেদী হাসান :

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রথমবারের মতো এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। আজ সোমবার (৫ এপ্রিল) থেকে শুরু হয়েছে এ লকডাউন। গতবছরের তুলনায় অনেকটা শিথিলভাবেই শুরু হয়েছে এবারের লকডাউন।

রাজধানীর রাস্তায় বাস ছাড়া অন্য সব ধরনের যানবাহনের উপস্থিতি অন্যান্য সাধারণ দিনের মতোই লক্ষ্য করা যাচ্ছে। কড়া নিষেধাজ্ঞা থাকলেও কিছু জায়গায় রাস্তায় বিক্রি করা হচ্ছে চা, তরমুজ এবং আখের রসসহ প্রায় সব ধরনের স্ট্রিট ফুড।

সোমবার (০৫ এপ্রিল) রাজধানীর মতিঝিল, পল্টন, মোহাম্মদপুর এবং খামারবাড়ি মোড় এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে।

লকডাউনে মানুষের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকার কথা। সেখানে ঢাকার রাস্তায় বাস না থাকলেও প্রাইভেটকার, সিএনজি, ভাড়ায় মোটরসাইকেল এবং রিক্সা চলছে অহরহ।

সীমিত পরিসরে যেসব অফিস খোলা থাকবে, তাদের কর্মীদের নিজস্ব ব্যবস্থাপনায় অফিসে আনা নেওয়ার কথা। কিন্তু সকালে অফিসে যাওয়ার জন্য যানবাহনের অপেক্ষায় অনেককে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

ফকিরাপুল মোড়ে যাত্রীর অপেক্ষায় থাকা সিএনজি ড্রাইভার মনির জানান, লকডাউন চালু থাকলেও যাত্রীদের প্রয়োজনে ভেতরের রাস্তা দিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া যাচ্ছে। আর অনেক গাড়ি তো চলছেই।

যাত্রাবাড়ি থেকে ভাড়ায় পল্টনে আসা মোটরসাইকেল যাত্রী কামরুল হাসান বলেন, এটাকে লকডাউন বলা যাবে না। অফিস খোলা, বই মেলা খোলা, রাস্তায় গাড়ি চলছেই শুধু ভাড়া বেশি আর ভোগান্তি পোহাতে হচ্ছে। এভাবে লকডাউন দিয়ে কখনোই করোনা সংক্রমণ কমানো যাবে না।

লকডাউনে গাড়ি চলছে, রাস্তায় মানুষের ভীড় জমে আছে এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা মাহফুজ বলেন, অতিব প্রয়োজন ছাড়া আমরা কাউকে রাস্তায় বের হতে দিচ্ছি না। যে সব গাড়িগুলো রাস্তায় চলার নির্দেশ আছে সেগুলো চলছে যেমন- গণমাধ্যম, এ্যাম্বুলেন্স, জরুরী অফিসিয়াল কিছু গাড়ি চলছে।

শেয়ার