সারাদেশে মহামারি করোনাভাইরাস পরিস্থিতির ক্রমাগত অবনতি হচ্ছে। নতুন করে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৬৩ জনের মৃত্যু হয়েছে। এতে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৪৪৭ জনে।
আর গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৭ হাজার ৬৬২ জনতে
বুধবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সংক্রমণের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষাতেও রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশের সরকারি-বেসরকারি মিলিয়ে ২৩৭টি আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও অ্যান্টিজেন ল্যাবে মোট নমুনা সংগ্রহ কর হয়েছিল ৩৪ হাজার ৬৬৮টি। এর মধ্যে নমুনা পরীক্ষা হয়েছে ৩৪ হাজার ৬৩০টি, একদিনে সর্বোচ্চ নমুনা পরীক্ষা। এর আগে গতকাল মঙ্গলবার (৬ এপ্রিল) করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছিল ৩৪ হাজার ৩১১টি।
গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার মধ্যে ৭ হাজার ৬২৬টি নমুনায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ সংক্রমণ এটি। এ নিয়ে দেশে ৬ লাখ ৫৯ হাজার ২৭৮ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হলেন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২২ দশমিক ০২ শতাংশ, যা আগের দিনের চেয়ে বেশি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে মোট শনাক্তের হারও কিছুটা বেড়ে হয়েছে ১৩ দশমিক ৫০।
গত ২৪ ঘণ্টায় যে ৬৩ জন মারা গেছেন, তাদের নিয়ে এ পর্যন্ত করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন মোট ৯ হাজার ৪৪৭ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৩।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৫৬ জন। এ নিয়ে এ পর্যন্ত এই ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৫ লাখ ৬১ হাজার ৬৩৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ১৯ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বুধবার দুপুর আড়াইটা পর্যন্ত সারাদেশে করোনাভাইরাসের ভ্যাকসিন নেওয়ার জন্য নিবন্ধন করেছেন মোট ৬৯ লাখ ৭৩ হাজার ৯৪৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিন নিয়েছেন ১৬ হাজার ১৮১ জন। গত ২৭ জানুয়ারির পর থেকে এ পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ৫৫ লাখ ৫৫ হাজার ৬৭৫ জন।