Top

খুলতে পারে পুঁজিবাজার!

১৩ এপ্রিল, ২০২১ ৫:৫৬ অপরাহ্ণ
খুলতে পারে পুঁজিবাজার!

ব্যাংক খোলা নিয়ে চলছে গুনজন। মঙ্গলবার (১৩ এপ্রিল) মন্ত্রীপরিষদ বিভাগের মাঠ প্রশাসন অধিশাখার উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বাংলাদেশ ব্যাংকে বৈঠক চলছে বলে জানিয়েছেন মুখপাত্র সিরাজুল ইসলাম। এদিকে ব্যাংক খোলা থাকলে পুঁজিবাজারও খোলা রাখার সম্ভাবনা রয়েছে।

গতকাল বাংলাদেশ ব্যাংকের জারি করা নির্দেশনায় সারাদেশে বৈদেশিক লেনদেন শাখা ছাড়া দেশের সব ব্যাংক বন্ধের সিদ্ধান্ত জানানো হয়েছিল।

গতকাল বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা আদেশের পর সারাদেশে এ নিয়ে তোলপাড় শুরু হয়। ব্যাংক বন্ধ হয়ে গেলে পুঁজিবাজার বন্ধ হয়ে যাবে সে কারনে, পুঁজিবাজারেও অনেকটা স্থবিরতা নেমে আসে।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যেমে নানা আলোচনা-সমালোচনা চলতে থাকে। বিশ্বের কোনও দেশেই লকডাউনে ব্যাংক বন্ধ রাখার নজির না থাকলেও বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তে সমালোচনা বাড়তে থাকে।

শেয়ার