ডয়চে ভেলে: একটা হেলিকপ্টার খুব অল্প সময় উড়েই গড়ে ফেলেছে ইতিহাস৷ কারণ, হেলিকপ্টারটি উড়েছে মঙ্গল গ্রহে আর সেটিকে চালানো হয়েছে পৃথিবী থেকে৷ এমনটি আগে কখনো হয়নি৷
নাসার উদ্যোগ
মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা মঙ্গল গ্রহে হেলিকপ্টার উড়িয়ে নতুন ইতিহাস গড়েছে৷ হেলিকপ্টারটি পৃথিবী থেকেই নিয়ন্ত্রণ করা হয়৷
ইনজেনুইনিটির এক মিনিট
হেলিকপ্টারটির নাম ইনজেনুইনিটি৷ বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, মঙ্গলের আকাশে প্রায় এক মিনিট উড়েছে এই হেলিকপ্টার৷
ফটোগ্রাফার কাম হেলিকপ্টার
মঙ্গলে শুধু ঘুরতে পাঠানো হয়নি হেলিকপ্টারটিকে৷ তাই এক মিনিট ওড়ার সময়ে ছবিও তুলেছে ইনজেনুইনিটি৷ মঙ্গলের মাটিতে নিজের যে ছায়া পড়েছিল তার ছবি তুলে পৃথিবীতে পাঠিয়েছে সে৷ নাসার নিয়ন্ত্রণকক্ষে সেই ছবি পৌঁছানোর সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে ওঠে সবাই।
মাত্র তিন মিটার…
খুব ছোট হলেও ইনজেনুইনিটির জন্য মঙ্গল গ্রহের আকাশে ওড়া একেবারেই সহজ ছিল না৷ সেখানে বাতাসের ঘনত্ব পৃথিবীর চেয়ে ৯৯ শতাংশ কম বলে হেলিকপ্টারটি মাত্র তিন মিটার উপরে একটু উড়েই আবার মঙ্গলের মাটিতে ফিরে আসে৷
রাইট ভাইদের স্মরণ
গত ফেব্রুয়ারি মাসে নাসার রকেট ‘পারসেভারেন্স রোভারে’ করে মিনি হেলিকপ্টারটিকে পৃথিবী থেকে মঙ্গল গ্রহে পাঠানো হয়৷ ১৯০৩ সালে পৃথিবীতে প্রথম উড়োজাহাজ উড়িয়েছিলেন রাইট ব্রাদার্স৷ ইনজেনুইনিটি মঙ্গলে ওড়ার পর সে-কথা স্মরণ করে প্রকল্পের ব্যবস্থাপক মিমি অং বলেন, “আমরা এখন বলতে পারবো, মানুষ অন্য গ্রহেও উড়োযান উড়িয়েছে৷ অনেকদিন ধরে এই রাইট ব্রাদার্স’ মুহুর্তের অপেক্ষায় ছিলাম আমরা৷’’