বিমাখাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বীমাকারী ও বিমা পলিসি গ্রাহকসহ সংশ্লিষ্ট সকলকে ডিজিটাল সুবিধা প্রদান করতে নির্দেশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
সোমবার (২৬ এপ্রিল) আইডিআরের চেয়ারম্যান ড. এম. মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, বিমাকারী কর্তৃক বীমা পলিসি গ্রাহকগণকে প্রিমিয়াম রশিদ প্রেরণ বাবদ খরচ কমাতে হবে। সরকারি রাজস্ব ফাঁকি রােধ, বীমা পলিসি গ্রাহকগণের টাকা আত্মসাৎ বন্ধ , গ্রাহক হয়রানি রােধ এবং গ্রাহকগণের আস্থা বৃদ্ধিসহ সামগ্রিকভাবে বীমাখাতকে ডিজিটাইজেশনের লক্ষ্যে বীমা প্রতিষ্ঠানসমূহে ১ জুন ২০২১ হতে প্রিমিয়াম রশিদ হিসেবে কাগজে ছাপা রশিদের পাশাপাশি ই রিসিপশন/ মানি রিসিপশন প্রদান করতে হবে ।
এছাড়া আগামী ১ অক্টোবর হতে বীমা পলিসি গ্রাহকগণের নিকট হতে গৃহীত প্রিমিয়ামের বিপরীতে কাগজে ছাপা রশিদের পরিবর্তে (ইউএমপি) হতে প্রস্তুতকৃত (ই রিসিফশন) প্রদান করতে হবে ।
একইসঙ্গে লাইফ বীমাকারীর ক্ষেত্রে ব্যাংকিং চ্যানেল ও মোবাইল ফাইনেন্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মাধ্যমে গৃহীত প্রিমিয়াম এবং লাইফ বীমাকারীর ক্ষেত্রে ক্ষুদ্র বীমার প্রিমিয়াম রশিদ প্রদানে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রচলিত পদ্ধতি অব্যাহত থাকবে ।
আইডিআরের নির্দেশনায় আরও বলা হয়েছে, আগামী ১ অক্টোবর OR /RR /MR এর জন্য কাগজে ছাপা ( হাতে লিখা বা প্রিন্টেড ) প্রিমিয়াম রশিদ কোনভাবেই ব্যবহার করা যাবে না ।