Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

ফেরি বন্ধ, শিমুলিয়ায় হাজার হাজার যাত্রীর অপেক্ষা

০৯ মে, ২০২১ ১১:১১ পূর্বাহ্ণ
ফেরি বন্ধ, শিমুলিয়ায় হাজার হাজার যাত্রীর অপেক্ষা

মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরি ঘাটে পারাপারের জন্য হাজার হাজার যাত্রী জড়ো হয়েছেন। রোববার (৯ মে) ভোর থেকে যাত্রীরা ঘাটে আসছেন। তবে এখন পর্যন্ত কোন ফেরি ছেড়ে যায়নি বলে ঘাট সূত্রে জানা গেছে।

জানা গেছে, ভোর থেকে দক্ষিণবঙ্গগামী যাত্রীরা শিমুলিয়া ঘাটে জড়ো হচ্ছেন। তারা সকাল থকে ফেরি ছাড়ার অপেক্ষায় থাকলেও সকালে কোন ফেরি ছেড়ে যায়নি। এদিকে শিমুলিয়া ঘাটে মোতায়েন করা হয়েছে বিজিবি। বিজিবির টহলের মধ্যেই যাত্রীরা বিভিন্ন কৌশলে ঘাটে জড়ো হচ্ছেন। ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় সাড়ে তিনশ যানবাহন।

এ ব্যাপারে মাওয়া ঘাটের ট্রাফিক পুলিশের টিআই হিলাল উদ্দিন বলেন, ভোর থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘাটে পারাপারের জন্য হাজার হাজার যাত্রী জড়ো হয়েছে। তবে যাত্রী গতকালের চেয়ে আজ কম। এ মুহূর্তে সাড়ে ৩ শতাধিক মালবাহী ট্রাক, পিকআপ ঘাটে রয়েছে।

এ ব্যাপারে শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহম্মেদ বলেন, ভোর থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। যখন কোন অ্যাম্বুল্যান্স আসবে তখন ফেরি ছাড়া হবে। এখনো ঘাট থেকে কোন ফেরি ছাড়ার সিদ্ধান্ত হয়নি।

শেয়ার