Top
সর্বশেষ
সংস্কার কমিশনগুলোর কাজ শুরু অক্টোবরে, রিপোর্ট ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন বাংলাদেশ ব্যাংকের পর্ষদের পরিচালক হলেন ফাহমিদা খাতুন রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের এমডির নিয়োগ বাতিল ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত অশ্বিন-জাদেজার বীরত্বে চালকের আসনে ভার‍ত ঢাবিতে পিটিয়ে হত্যা: ছাত্রলীগ নেতাসহ তিন শিক্ষার্থী গ্রেপ্তার দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করায় ডিএসইতে ফের ২ স্বতন্ত্র পরিচালক নিয়োগ অভাবনীয় সব সুবিধা নিয়ে ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক চেন্নাই টেস্ট: হাসানের তোপে ৩ উইকেট হারিয়ে কাঁপছে ভারত

ভার‌তের জন্য শেখ হা‌সিনার প্রার্থনা

১০ মে, ২০২১ ২:১৭ অপরাহ্ণ
ভার‌তের জন্য শেখ হা‌সিনার প্রার্থনা

ক‌রোনাভাইরা‌স মহামা‌রির দ্বিতীয় ঢেউয়ে বেশ ক‌ঠিন সময় পার কর‌ছে প্রতিবেশী দেশ ভারত। প্রতিদিন দেশ‌টি‌র কয়েক হাজার মানুষের মৃত্যুর খবর আসছে গণমাধ্যমে। ক‌রোনায় মারা যাওয়া ভারতীয়‌দের জন‌্য শোক ও প্রার্থনা জা‌নি‌য়ে‌ দেশ‌টির প্রধানমন্ত্রী নরেন্দ্র মো‌দি‌কে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১০ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য জানা‌নো হয়।

এতে বলা হয়, চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রতি বাংলাদেশের দৃঢ় সহমর্মিতার বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন। দুই দেশ একস‌ঙ্গে ক‌রো‌না মহামারি মোকা‌বিলার বিষ‌য়ে অঙ্গীকার ব‌্যক্ত ক‌রেন বঙ্গবন্ধুকন‌্যা।

এদিকে করোনায় বিপর্যস্ত ভারতে সোমবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ২ কোটি ২৬ লাখ ৬২ হাজার ৫৭৫ জনের। এপর্যন্ত মৃত্যু হয়েছে ২ লাখ ৪৬ হাজার ১১৬ জনের।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৬৬ হাজার ১৬১ জন। একই সময়ে নতুন করে মৃত্যু হয়েছে করোনায় আক্রান্ত ৩ হাজার ৭৫৪ জনের।

শেয়ার