Top
সর্বশেষ

সিলেটে ১ ঘন্টার ব্যবধানে ৪ বার ভূমিকম্প অনুভূত

২৯ মে, ২০২১ ১১:৪৯ পূর্বাহ্ণ
সিলেটে ১ ঘন্টার ব্যবধানে ৪ বার ভূমিকম্প অনুভূত
সিলেট প্রতিনিধি :

সিলেট নগরীতে আজ দফায় দফায় ভূমিকম্প হচ্ছে। ঘন্টাখানেকের ব্যবধানে চারবার কেঁপে উঠে সমস্ত নগরী।

শনিবার (২৯ মে) সকাল ১০টা ৩৭ মিনিটে প্রথম এবং ১০টা ৫১ মিনিটে দ্বিতীয়বার ভূমিকম্প অনুভূত হয়। পরবর্তীতে আবারও ১১:০০ টায় ও ১১:৩২ মিনিটে চতুর্থবারের মতো ভূমিকম্প অনুভূত হয় নগরীতে।

এসময় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের নিরাপদ আশ্রয়ের জন্য ছুটাছুটি করতে দেখা গেছে।অনেকেই সড়কে গাড়ি রেখে নেমে পড়েন।

তবে সিলেট আবহাওয়া অফিস সাথে সাথে ভূমিকম্পের উৎপত্তিস্থল ও রিখটার স্কেলের মাত্রা জানাতে পারেনি। ভূমিকম্পে সিলেটের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সিলেট আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেটে ১৪ মিনিটের ব্যবধানে দুইবার ও সাড়ে ১১টার দিকে আবারে মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর উৎপত্তিস্থল এবং রিখটার স্কেলের মাত্রা কত ছিলো তা খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার