Top

লিটন যথেষ্ট সুযোগ পেয়েছে, নাইম ভালো সুযোগ পাবে : তামিম

২৯ মে, ২০২১ ১২:০১ অপরাহ্ণ
লিটন যথেষ্ট সুযোগ পেয়েছে, নাইম ভালো সুযোগ পাবে : তামিম

শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে কার্যত একটি পরিবর্তন নিয়ে খেলতে নেমেছিল বাংলাদেশ দল। কেননা দ্বিতীয় ম্যাচেই সাইফউদ্দিনের কনকাসনের কারণে বোলিং করতে নেমেছিলেন তাসকিন আহমেদ। আর শেষ ম্যাচে ডানহাতি ওপেনার লিটন দাসের জায়গায় নেয়া হয় বাঁহাতি ওপেনার নাইম শেখ।

খেলোয়াড় বদলালেও, ওপেনিংয়ের ভাগ্যবদল হয়নি বাংলাদেশের। লঙ্কানদের করা ২৮৬ রানের বড় সংগ্রহের জবাবে ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরে যান নাইম। দুশমন্ত চামিরার বলে স্লিপে ধরা পড়ার আগে দুই বল খেলে মাত্র ১ রান করতে সক্ষম হন তিনি। শুরুতেই নাইমের উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ।

এ ম্যাচটি কাগজে-কলমে ছিল নাইমের দ্বিতীয় ওয়ানডে। তবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে শুক্রবারই প্রথমবারের মতো ব্যাট হাতে নামতে পেরেছেন তিনি। এর আগে ২০২০ সালের মার্চে নিজের ওয়ানডে অভিষেকের দিন লিটন-তামিমের রেকর্ড জুটির কারণে ব্যাটিং পাননি নাইম, করতে হয়েছিল শুধু ফিল্ডিং।

প্রায় এক বছরের বেশি সময় পর প্রথমবার ব্যাটিংয়ের সুযোগ পেয়ে সেটি কাজে লাগাতে পারেননি ঠিক, তবে তার ওপর এখনই হাল ছাড়তে রাজি নন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। সবশেষ ৮ ম্যাচে সবমিলিয়ে মাত্র ১০১ রান করা লিটনকে যথেষ্ঠ সুযোগ দেয়া হয়েছে জানিয়ে, তামিম বলেছেন নাইমকেও ভালো সুযোগ দেয়া হবে।

সিরিজের শেষ ম্যাচের পর তামিম বলেছেন, ‘আমার মনে হয় লিটন যথেষ্ট সুযোগ পেয়েছে। সে মনে হয় ৮-৯টা ম্যাচ খেলেছে। সে তার সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারেনি। তবে এটাই ওর জন্য শেষ নয়। আমরা জানি সে কতোটা ভালো খেলোয়াড়। যখন একটা ক্রিকেটার ৭-৮ ম্যাচে ব্যর্থ হয় তখন আমাদের মনে হয়েছে আরেকজনকে সুযোগ দেওয়া।’

এসময় নাইম ও সৌম্য সরকারের মধ্যে নাইমকে বেছে নেয়ার কারণ জানিয়ে তিনি বলেন, ‘আপনি সৌম্য ও নাঈমের ব্যাপারে বলতে পারেন, কিন্তু আমরা সবাই ভেবেছি নাঈমের কথা। নেটে বা প্রস্তুতি ম্যাচে যা দেখেছি তাতে মনে হয়েছে সে ভালো ব্যাটিং করছে। তবে আজ তাঁর প্রথম ম্যাচ। আশা করি সে আরও সুযোগ পাবে।’

তামিম আরও যোগ করেন, ‘আমি চাইব যদি আমার সঙ্গে যদি একজন ডানহাতি ওপেনার আমার সঙ্গে থাকে, তাহলে এটা দলের জন্য ভালো। তাহলে আমাদের জন্য ভালো সমন্বয় হয়। কিন্তু আমি যেটা চাই সেটাই হতে হবে না। যদি কেউ পারফর্ম করে, সৌম্য বা নাঈম। নাঈম ভালো সুযোগ পাবে এটা আমি বলতে পারি।’

এদিকে লিটনের জায়গায় নাইমকে খেলানোর সিদ্ধান্তে নিজের সমর্থন প্রকাশ করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আমার যেটা ধারণা, এখানে তিনটা অপশন ছিল। প্রথমটা হচ্ছে লিটন দাসের খেলা, দ্বিতীয়টি হলো সৌম্য সরকারকে খেলানো। তৃতীয় হচ্ছে, আজকে যে নাইম শেখকে খেলানো হলো। আমার মনে হয়েছে, যেহেতু সিরিজ জেতা হয়ে গিয়েছে, তাই একটা চেষ্টা করে দেখেছে, হয়তোবা তৃতীয় অপশন খুঁজেছে। এছাড়া আমি কোনো কারণ দেখি না। ঠিক আছে, চেষ্টা করেছে কাউকে, এটা ঠিক আছে।’

শেয়ার