Top

বাইডেনের প্রথম বাজেট ৬ ট্রিলিয়ন ডলারের

২৯ মে, ২০২১ ৫:২৯ অপরাহ্ণ
বাইডেনের প্রথম বাজেট ৬ ট্রিলিয়ন ডলারের
আন্তর্জাতিক ডেস্ক :

প্রেসিডেন্ট বাইডেনের বাজেট পরিকল্পনাকে কিছুটা ভিন্ন দৃষ্টিতে দেখার চেষ্টা করছেন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। তিনি একে ‘অতিরিক্ত ব্যয়’ বলে উল্লেখ করেছেন। অবশ্য বাজেট প্রস্তাবকে বাস্তবায়ন করতে হলে বাইডেনকে নিতে হবে কংগ্রেসের অনুমোদন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রথম বাজেটে ৬ ট্রিলিয়ন ডলার খরচের পরিকল্পনা প্রকাশ করেছেন। বাইডেনের নতুন এই পরিকল্পনায় আমেরিকানদের ওপর মাত্রাতিরিক্ত করের বোঝা চাপিয়ে দেয়া হচ্ছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই বাজেট পরিকল্পনায় জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়তে নতুন করে সামাজিক প্রোগ্রাম ও বিনিয়োগের কথা বলা হয়েছে।

প্রেসিডেন্ট বাইডেনের বাজেট পরিকল্পনাকে কিছুটা ভিন্ন দৃষ্টিতে দেখার চেষ্টা করছেন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। তিনি একে ‘অতিরিক্ত ব্যয়’ বলে উল্লেখ করেছেন। অবশ্য বাজেট প্রস্তাবকে বাস্তবায়ন করতে হলে বাইডেনকে নিতে হবে কংগ্রেসের অনুমোদন।

এই পরিকল্পনায় ২০৩১ সালের মধ্যে জিডিপিতে ব্যয় ১১৭ শতাংশ বেড়ে যাবে। এই ব্যয় তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো বেশি হবে।

বাজেটে বিভিন্ন করপোরেশন, মূলধনি কোম্পানি ও শীর্ষ আয়কর থেকে সর্বনিম্ন ৩ ট্রিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকার সময় প্রতিবছরই বাজেট ঘাটতি পূরণ করতে পেরেছেন। তার দেয়া সর্বোচ্চ বাজেট প্রস্তাব ছিল ৪ দশমিক ৮ ট্রিলিয়ন ডলারের।

বাইডেনের বাজেটে পেন্টাগন ও সরকারের বিভিন্ন বিভাগের খরচ হিসেবে ব্যয় প্রস্তাব করা হয়েছে দেড় ট্রিলিয়ন ডলার।

এ ছাড়া আগের ঘোষণা অনুযায়ী দুটি করপোরেট পরিকল্পনার কথা বলা হয়েছে বাজেট প্রস্তাবে। একটি কর্মসংস্থানের জন্য ২ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার ও পরিবার পরিকল্পনায় ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলারের প্রস্তাব করা হয়েছে।

ডেমোক্র্যাট দলের প্রতিনিধি ও প্রেসিডেন্ট বাইডেন বলেন, এই বাজেট সরাসরি আমেরিকানদের জন্য, এটি আমাদের জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি দীর্ঘমেয়াদি স্বাস্থ্য খাতের উন্নতি করবে।

কোন খাতে কত ব্যয়

হোয়াইট হাউজ বলছে, এই বাজেট প্রস্তাব অর্থনীতিকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে। যে কয়েকটি খাতকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে, সেগুলোর মধ্য অন্যতম কয়েকটি হচ্ছে, জলবায়ু পরিবর্তন, প্রাক-প্রাথমিক শিক্ষা, পরিবার পরিকল্পনা অন্যতম।

বাজেটে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পরিবেশবান্ধব জ্বালানির জন্য ৮০০ বিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে।

তিন ও চার বছরের শিশুদের জন্য প্রি-স্কুল প্রোগ্রামের জন্য ২০০ বিলিয়ন ডলার। ১০৯ বিলিয়ন ডলার রাখা হয়েছে আমেরিকান কলেজপড়ুয়া শিক্ষার্থীদের জন্য।

মেডিক্যাল লিভ প্রোগ্রাম ও পরিবার পরিকল্পনায় ২২৫ বিলিয়ন ডলার।

সড়ক ও সেতুর জন্য ১১৫ বিলিয়ন ডলার, পাবলিক ট্রানজিট ও রেলওয়ের জন্য ১৬০ বিলিয়ন ডলার।

বাসাবাড়িতে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট দিতে ১০০ বিলিয়ন ডলার।

শেয়ার