Top

মুক্তি পেলেন কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা

১৪ অক্টোবর, ২০২০ ১:০৫ অপরাহ্ণ
মুক্তি পেলেন কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা

গ্রেপ্তারের ১ বছরেরও বেশি সময় পর মুক্তি পেলেন জম্মু কাশ্মীরের সবেক মু্খ্যমন্ত্রী এবং পিডিপি নেত্রী মেহবুবা মুফতি৷ গতকাল মঙ্গলবার(১৩ অক্টোবর) রাত ১০টার দিকে মেহবুবা মুফতিকে মুক্তি দেয়া হয়েছে।
গত জুলাই মাসেই পাবলিক সেফটি অ্যাক্ট বা পিএসএ-এর অধীনে মুফতিকে বন্দি রাখার সিদ্ধান্ত আরও ৩ মাসের জন্য বাড়ানো হয়েছিল৷

গত বছরের ৫ই অগাস্ট জম্মু কাশ্মীর এবং লাদাখকে আলাদা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়৷ পাশাপাশি কাশ্মীরের থেকে ৩৭০ ধারাও প্রত্যাহার করে নেওয়া হয়৷ এই ঘোষণার ঠিক আগে মেহবুবা মুফতিসহ একাধিক রাজনৈতিক দলের নেতাকে গ্রেপ্তার করা হয় কাশ্মীরে৷ সেই তালিকায় ছিলেন ওমর আবদুল্লাহ, ফারুক আবদুল্লাহরাও৷

ফারুক এবং ওমর আবদুল্লাহকে গত মার্চ মাসে মুক্তি দেওয়া হলেও বন্দি করে রাখা হয়েছিল মুফতিকে৷ মায়ের মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন মেহবুবা মুফতির কন্যা ইলতিজা৷ কিছুদিন আগেই বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করে সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালত কেন্দ্রীয় সরকার এবং জম্মু কাশ্মীর প্রশাসনের কাছে জানতে চেয়েছিল, ঠিক কতদিন মুফতিকে বন্দি করে রাখা হবে৷

প্রথমে মুফতিকে দু’টি গেস্ট হাউজে বন্দি করে রাখা হলেও পরবর্তী সময়ে তাঁর শ্রীনগরের বাসভবনেই তাঁকে গৃহবন্দি করে রাখা হয়৷

মেহবুবা মুফতিকে কেন্দ্রীয় সরকার মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় ট্যুইটারেই সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তাঁর মেয়ে ইলতিজা৷

সূত্র- টাইমস অব ইন্ডিয়া

শেয়ার