Top
সর্বশেষ

সীমিত আয়ে উচ্চ আশার বাজেট

০৪ জুন, ২০২১ ১২:৩২ পূর্বাহ্ণ
সীমিত আয়ে উচ্চ আশার বাজেট

পুরো পৃথিবী যখন অদৃশ্য করোনাভাইরাসের থাবায় টালমাটাল অবস্থা, ঠিক তখনই বাংলাদেশে দ্বিতীয় বারের মতো জাতীয় সংসদে বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। প্রায় ১৪ মাস ধরে চলা করোনাভাইরাসের মধ্যে (২০২১-২২) অর্থবছরের বাজেট উপস্থাপন করতে হয়েছে তাকে। ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন তিনি।

করোনার প্রকোপ এখনো কমেনি। করােনাভাইরাস জীবন এবং জীবিকাকে একইসঙ্গে ঝুঁকির মাঝে ফেলেছে।কবে নাগাদ এর থেকে রেহাই পাওয়া যাবে তার নেই কোন নিশ্চয়তা। এর মধ্যে ব্যবসা-বাণিজ্যে প্রাণ ফেরাতে করপোরেট করসহ অনেক জায়গায় দেওয়া হয়েছে বিশাল ছাড়। যদিও চলতি অর্থবছরে প্রথম দশ মাসে রাজস্ব আহরণ ২ লাখ কোটি টাকার কম। দেশের এই ক্রান্তিকালে সীমিত আয়ে উচ্চ বাজেট। যা বাস্তবায়নে এক ধরণের অনিশ্চয়তা রয়েছে।

শেয়ারবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

সরকারের এই বাজেট প্রস্তাবনায় রয়েছে করোনা পরিস্থিতি মোকাবিলা করে সামনে এগিয়ে যাওয়ার স্বপ্নবিভোর পরিকল্পনা। বাজেট প্রস্তাবনায় রয়েছে করোনার কারণে কর্মহীন মানুষের কর্মসংস্থান ব্যবস্থার পরিকল্পনা। তাই এবার বাড়ছে সামাজিক নিরাপত্তার বলয়। বাড়ছে মুক্তিযোদ্ধাদের মাসিক ও বাৎসরিক ভাতার পরিমাণ। সুযোগ নিশ্চিত করা হয়েছে খাদ্য নিরাপত্তার। জাতীয় সংসদে উপস্থাপিত অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, অর্থমন্ত্রীর ১৫৮ পাতার বাজেট বক্তৃতায় বলা হয়েছে, করোনার কারণে বিনিয়োগ বাধাগ্রস্ত হয়েছে। মানুষ কর্মসংস্থান হারিয়েছে। জমানো পুঁজি ভেঙে খেয়েছে সাধারণ মানুষ। মোট কথা বিশ্বময় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরেও সব সংকট মোকাবিলা করে দেশের জিডিপি বেড়েছে। বেড়েছে মানুষের মাথাপিছু গড় আয়। এগুলো নিঃসন্দেহে বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে। এই সমৃদ্ধিকে পুঁজি করে মাথা উঁচু করে বিশ্বদরবারে দাঁড়াবে বাংলাদেশ।

সরকার আগামী অর্থবছরের বাজেটে অর্থনীতি পুনরুদ্ধার, কর্মসংস্থান বাড়ানো, স্বাস্থ্য সুরক্ষা, বিনিয়োগ বাড়ানোর প্রতি বিশেষ নজর দিয়েছে। এ জন্য বাজেটে দিকনির্দেশনা রয়েছে। বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে চলতি অর্থবছরের ধারাবাহিকতায় আগামী বাজেটেও করপোরেট করে ছাড় দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন, জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় ও আগামীর পথে বাংলাদেশ।

অর্থমন্ত্রী বলেছেন, করােনার কারণে দেশের স্বাস্থ্য খাতের প্রয়ােজন মেটানাে এবং বিভিন্ন খাতের ক্ষয়ক্ষতি মােকাবিলাকে মাথায় রেখে বাজেট তৈরি করা হয়েছে। বাজেটে স্বাস্থ্য ও কৃষি খাতকে আগের তুলনায় গুরুত্ব দেওয়া হয়েছে।

করোনা পরবর্তী পরিস্থিতি উত্তরণের বিষয়টি বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে ২০২১-২২ অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির হার ৭ দশমিক ২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ সময় মূল্যস্ফীতি হবে ৫ দশমিক ৩ শতাংশ।

জাতীয় সংসদে ২০২১-২০২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকা আসবে রাজস্ব আয় হিসেবে। ঘাটতি থাকবে প্রায় ২ লাখ ১৫ হাজার কোটি টাকা। ২০২১-২২ অর্থবছরের সামগ্রিক বাজেটের ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা, যা মোট বাজেটের ৩৫ দশমিক ৫ শতাংশ।

ঘাটতি মোকাবিলায় অর্থমন্ত্রী ৭৬ হাজার ৪৫২ কোটি টাকা ব্যাংক থেকে ঋণ করার পরিকল্পনার কথা জানিয়েছেন। সঞ্চয়পত্র ও নন-ব্যাংকিং উৎস থেকে আরও ৩৭ হাজার ১ কোটি টাকা সংগ্রহের লক্ষ্য ঠিক করেছেন তিনি। প্রস্তাবিত বাজেট অনুযায়ী বৈদেশিক ঋণ ও সাহায্য থেকে ১ লাখ ১ হাজার ২২৮ কোটি টাকা ঘাটতি মেটানোর কথা বলা হয়েছে। চলতি অর্থবছরে সরকার ৮৪ হাজার ৯৮০ কোটি টাকা ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। মে পর্যন্ত ঋণ নিয়েছে ৪ হাজার ৬৩০ কোটি টাকা।

অর্থমন্ত্রী বলেন, গত এক দশকে বাংলাদেশের ক্রমাগত উচ্চ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করোনার প্রভাবে সাময়িক বাধাগ্রস্ত হয়েছে। গত ২০১৮-১৯ অর্থবছরে রেকর্ড ৮ দশমিক ১৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হলেও ২০১৯-২০ অর্থবছরে করোনার কারণে তা কমে ৫ দশমিক ২ শতাংশে দাঁড়ায়। তবে ২০২০-২১ অর্থবছরে করোনার প্রভাব থেকে অর্থনীতির পুনরুদ্ধার হবে ধরে নিয়ে চলতি অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৮ দশমিক ২০ শতাংশ।

তিনি আরও বলেন, এ মহামারির প্রভাব দীর্ঘতর হওয়া এবং বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ও পুনরায় লকডাউন ঘোষণার কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড শ্লথ অবস্থা বিরাজমান এবং রফতানি ও আমদানির ক্ষেত্রে কাঙ্ক্ষিত গতি ফিরে পায়নি। তবে প্রবাসী আয়ে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জিত হওয়া এবং অর্থনৈতিক পুনরুদ্ধারে সরকার ঘোষিত বৃহৎ প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের বিষয়গুলো বিবেচনায় নিয়ে চলতি অর্থবছরের জিডিপির প্রাক্কলন সংশোধন করে ৬ দশমিক ১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

একনজরে ২০২১-২০২২ বাজেট

বাজেটের আকার : ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা

রাজস্ব আয় প্রাক্কলন : ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকা

এনবিআরের লক্ষ্যমাত্রা : ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা

করছাড় প্রাপ্তি : ৪৩ হাজার কোটি টাকা

বৈদেশিক অনুদান : ৩ হাজার ৪৯০ কোটি টাকা

বাজেট ঘাটতি : ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা

এডিপিতে বরাদ্দ : ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা

প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা : ৭ দশমিক ২ শতাংশ

মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা : ৫ দশমিক ৩ শতাংশ

ঘাটতি অর্থায়ন

অভ্যন্তরীণ উৎস : ১ লাখ ১৩ হাজার ৪৫২ কোটি টাকা

ব্যাংক ব্যবস্থা থেকে : ৭৬ হাজার ৪৫২ কোটি টাকা

সঞ্চয়পত্র ও অন্যান্য ব্যাংক-বহির্ভূত খাত থেকে : ৩৭ হাজার ১ কোটি টাকা

বৈদেশিক উৎস : ১ লাখ ১ হাজার ২২৮ কোটি টাকা

করমুক্ত বার্ষিক আয়সীমা : ৩ লাখ টাকা

শিক্ষা খাতে বরাদ্দ : বরাদ্দ ৭১ হাজার ৯৫১ কোটি টাকা (এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ৩৬ হাজার ৪৮৬ কোটি টাকা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ২৬ হাজার ৩১১ কোটি টাকা)

শেয়ার