Top
সর্বশেষ

পাকিস্তানের গিরিখাতে যাত্রীবাহী বাস, নিহত ২৩

১১ জুন, ২০২১ ৫:২৯ অপরাহ্ণ
পাকিস্তানের গিরিখাতে যাত্রীবাহী বাস, নিহত ২৩

ধর্মীয় এক উৎসব শেষে বাড়ি ফেরার পথে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজদার জেলায় যাত্রীবোঝাই একটি বাস গিরিখাতে পড়লে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। আহত আরও ১০ জনের অবস্থাও আশঙ্কাজনক। আজ শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্মকর্তা ও চিকিৎসকদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলার কার্খ এলাকায় শুক্রবার ভোরে বিপদজনক একটি মোড় নেওয়ার সময় বাসটি গিরিখাতে পড়লে এসব তীর্থযাত্রী হতাহত হয়।

দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রম পরিচালনকার জন্য সেখানে সেনা সদস্য ও আধা সামরিক বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে জানিয়ে এক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‌‌‘বাসটিতে আসনের অতিরিক্ত যাত্রী ছিল, এমনকি অনেকে বাসটির ছাদে বসেও বাড়ি ফিরছিলেন।’

ডা. মনজুর জহির তাৎক্ষণিকভাবে রয়টার্সকে জানিয়েছিলেন, ‘খুজদার জেলা হাসপাতালে এখন পর্যন্ত ২০টি মরদেহ এসেছে। এছাড়াও আহত ৪০ জনের বেশি মানুষের চিকিৎসা চলছে এখানে। এরমধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।’

এদিকে পাকিস্তানের জাতীয় দৈনিক ডন অনলাইনের সবশেষ এক প্রতিবেদনে খুজদারের ওই বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩ জন হওয়ার কথা জানানো হয়েছে। ১৫ জন ঘটনাস্থলেই প্রাণ হারান। বাকিদের মৃত্যু হয় হাসপাতালে নয়তো হাসপাতালে নেওয়ার পথে।

খুজদারের ডেপুটি কমিশনার মেজর (অবসরপ্রাপ্ত) বশির আহমেদ বলেন, ‘দুর্ঘটনার শিকার যাত্রীরা স্থানীয় এক মুসলিম দরবেশের সাক্ষাৎ করতে গেয়েছিলেন। তারা সবাই সিন্ধু প্রদেশের বাসিন্দা। এছাড়া দুর্ঘটনায় নিহতদের সবাই পুরুষ বলেও জানান তিনি।

শেয়ার