যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে গত বছরের মে মাসে দেশটির শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক চোউভিনের হাতে নিহত হন কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড।
পুলিশ কর্মকর্তা ডেরেক চোউভিন ফ্লয়েডকে মাটিতে ফেলে, হাঁটু দিয়ে ঘাড় চেপে ধরেন। এ সময় কিশোরী পথচারী ডারনেলা ফ্রেজিয়া ঘটনাটির ভিডিও করেন। তার এ ভিডিও পরে ভাইরাল হয়ে যায়। এই ভিডিওটির কারণে ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক শভিনকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে যুক্তরাষ্ট্র আদালত।
ডারনেলা ফ্রেজিয়ার এ সাহসিকতার জন্য পুলিৎজার পুরস্কার কমিটি তাকে পুরস্কৃত করেছে। বিশেষ বিভাগে তাকে পুরস্কার দেওয়া হয়েছে। শুক্রবার এই পুরস্কার ঘোষণা করা হয়। খবর বিবিসির
পুলিৎজার কমিটি বলেছে, ডারনেলা ফ্রেজিয়া অত্যন্ত সাহসীকতার সঙ্গে সেদিন ভিডিওটি করেছেন বলেই পুলিশের ওই বর্বরতা নিয়ে বিশ্ববাসী সোচ্চার হয় এবং এর পরিপ্রেক্ষিতে দোষী পুলিশ কর্মকর্তার বিচার হয়।
এছাড়া বর্ণ বৈষম্যের এ ঘটনার ওপর সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে পুলিৎজার পুরস্কার পেয়েছে দ্য মিনিয়াপলিস স্টার ট্রিবিউন, বার্তাসংস্থা রয়টার্স ও দ্য আটলান্টিক। কোভিড-১৯ মহামারী নিয়ে ধারাবাহিক সংবাদ প্রচারের জন্য পুরস্কৃত করা হয়েছে নিউ ইয়র্ক টাইমসকে।
জর্জ ফ্লয়েডের নিহত হওয়ার ঘটনার তাৎক্ষণিক সংবাদ প্রকাশ করার জন্য দ্য মিনিয়াপলিস স্টারকে পুরস্কৃত করা হয়। আর বিস্তারিত ব্যাখাধর্মী সংবাদ প্রচার করে পুরস্কার ভাগাভাগি করেছে রয়টার্স এবং দ্য আটলান্টিক।
জর্জ ফ্লয়েডের ঘটনায় যুক্তরাষ্ট্রের পুলিশ ব্যবস্থার ওপর ‘শিল্ডেড’ নামের ধারাবাহিক বিশ্লেষণধর্মী সংবাদ করায় রয়টার্সের সাংবাদিক অ্যানড্রু চুং, লরেনস হারলি, আনদ্রেয়া জানুতা, জাইমি ডডেল ও জ্যাকি বটসের নাম উল্লেখ করে পুলিৎসার পর্ষদ।
জর্জ ফ্লয়েডের হত্যার প্রতিবাদের ছবি প্রকাশ করে ব্রেকিং নিউজ চিত্রগ্রহণ বিভাগে পুরস্কার জিতেছে অ্যাসোসিয়েটেড প্রেস। লস অ্যানজেলেস টাইমসের রবার্ট গ্রিনকে পুরস্কৃত করা হয়েছে জামিন পদ্ধতির সংস্কার ও কারাগার নিয়ে তার সম্পাদকীয় লেখার জন্য।
যুক্তরাষ্ট্রের বিপদজনক ট্রাক চালকদের বিষয়ে রাজ্য সরকারগুলোর ব্যবস্থাপনাগত ব্যর্থতা ফাঁস করে অনুসন্ধানী সাংবাদিকতা বিভাগের পুরস্কার জিতেছে দ্য বোস্টন গ্লোব।
জনসেবা সাংবাদিকতার সম্মান দেওয়া হয়েছে নিউ ইয়র্ক টাইমসকে। করোনাভাইরাস মহামারী নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদপত্রটি।
শিল্পকলার সাতটি বিভাগে অবদানের স্বীকৃতিও ঘোষণা করেছে পুলিৎসার পর্ষদ এবং ‘দ্য নাইট ওয়াচম্যান’ উপন্যাসের জন্য ফিকশন বিভাগে পুরস্কৃত করা হয়েছে লুইস আর্ডরিচকে।
যুক্তরাষ্ট্রের সাংবাদিকতায় সবচেয়ে সম্মানজনক পুরস্কার পুলিৎসার। ১৯১৭ সাল থেকে এই পুরস্কার সাংবাদিক এবং সংবাদমাধ্যমগুলোকে দেওয়া হচ্ছে। সংবাদপত্র প্রকাশক জোসেফ পুলিৎসারের উইল অনুযায়ী নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় এই পুরস্কারের ব্যবস্থাপনা করে।