গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা পজিটিভ ছিলেন ৬ জন এবং উপসর্গ নিয়ে আরও ৭ জন মারা গেছেন। মৃতদের মধ্যে রাজশাহীর দুজন, চাঁপাইনবাবগঞ্জের ৬ জন, নাটোরের একজন, নওগাঁর ৩ জন এবং কুষ্টিয়ার একজন রয়েছেন।
রামেক হাসপাতালের প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৪২ জন। এর মধ্যে রাজশাহীর ২৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ৭ জন, নাটোরের ৩ জন, নওগাঁর ৫ জন। এনিয়ে মোট ভর্তি রোগী আছেন ২৯৪ জন। এদের মধ্যে রাজশাহীর ১৩০ জন, চাঁপাইনবাবগঞ্জের ১০৮ জন, নাটোরের ১৪ জন, নওগাঁর ২৮ জন, পাবনার চার জন, কুষ্টিয়ার একজন এবং অন্যান্য এলাকার ৯ জন।
গতকাল রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় রাজশাহী জেলার নমুনায় শনাক্তের হার ছিলো ৫৩.৬৭ শতাংশ। নাটোর জেলার নমুনায় শনাক্তের হার ছিলো ১২.৬৭ শতাংশ। নওগাঁ জেলার নমুনায় শনাক্তের হার ছিলো ৫০ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের নমুনায় শনাক্তের হার ছিলো ১৬.৪৬ শতাংশ।