Top

চীনে মার্কেটে গ্যাসপাইপ বিস্ফোরণে ১১ জনের মৃত্যু

১৩ জুন, ২০২১ ১২:৩৭ অপরাহ্ণ
চীনে মার্কেটে গ্যাসপাইপ বিস্ফোরণে ১১ জনের মৃত্যু

চীনের হুবেই প্রদেশের শিইয়ান শহরে একটি মার্কেটে গ্যাসপাইপ বিস্ফোরণে কমপক্ষে ১১ জন মারা গেছেন। এতে কমপক্ষে ৩৭ জন গুরুতর আহত হয়েছেন। রবিবার চীনের স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় এ বিস্ফোরণ ঘটে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির বরাতে এ খবর প্রকাশ করেছে রয়টার্স।

বিস্ফোরণের এলাকা থেকে অন্তত ১০০ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৩৭ জন গুরুতর আহত। শহরের মিউনিসিপ্যালিটি অফিস জানিয়েছে, অনেকেই এখনো আটকা পড়ে আছেন। তবে কীভাবে এ বিস্ফোরণ হয়েছে, তা এখনো জানা যায়নি।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিস্ফোরণের কারণ অনুসন্ধান করা হচ্ছে।

সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে শিইয়ান শহরের বাসিন্দারা এয়ানহু মার্কেটে নাস্তা ও সবজি কেনাকাটা করার সময় ওই বিস্ফোরণ হয়। সেখান থেকে কমপক্ষে ১৪৪ জনকে হাসপাতালে নেওয়া হয়।

শেয়ার