আইসিসি আয়োজিত প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। সাউদাম্পটনে টস করার সঙ্গে সঙ্গে অধিনায়ক হিসেবে অনন্য রেকর্ড গড়েছেন ভারতের বিরাট কোহলি।
ভারতের ইতিহাসে দলকে সবচেয়ে বেশি টেস্টে নেতৃত্ব দেয়ার নতুন রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। ২০১৪ সাল থেকে এই দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি। এটি অধিনায়ক হিসেবে কোহলির ৬১তম টেস্ট।
নতুন কীর্তি গড়ার পথে কোহলি ছাড়িয়ে গেছেন পূর্বসূরী মহেন্দ্র সিং ধোনিকে। ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত ধোনি মোট ৬০টি টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। এই তালিকায় তৃতীয় স্থানে আছেন ভারতের আরেক সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তিনি ২০০০ থেকে ২০০৫ সালের মধ্যে দলকে ৪৯ টেস্টে নেতৃত্ব দিয়েছেন।
সমান ৪৭টি করে টেস্টে দলকে নেতৃত্ব দিয়ে এর পরই যৌথভাবে অবস্থান করছেন দুই কিংবদন্তি সুনীল গাভাস্কার ও মোহাম্মদ আজহারউদ্দিন।