Top

বাংলাদেশে ভালো খেলে বিশ্বকাপে জায়গা নিতে চায় অস্ট্রেলিয়া

২৫ জুন, ২০২১ ৭:০০ অপরাহ্ণ
বাংলাদেশে ভালো খেলে বিশ্বকাপে জায়গা নিতে চায় অস্ট্রেলিয়া

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। বিশ্বকাপের এ আসরকে সামনে রেখে নিজেদের প্রস্তুতির অংশ হিসেবে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এ দুই সফরে ভালো খেলে, বিশ্বকাপে জায়গা পাকা করে নেয়ার পরামর্শ দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

আগামী ৯ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পাঁচ টি-টোয়েন্টি ও তিন ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এরপর আগস্টের শুরু থেকে বাংলাদেশ সফরে আরও পাঁচ টি-টোয়েন্টি খেলবে অসিরা। এ দুই সফরের ওপর বাড়তি গুরুত্ব আরোপ করছেন অসি অধিনায়ক।

শুক্রবার সংবাদমাধ্যমে ফিঞ্চ বলেছেন, ‘আসন্ন সফরগুলো ছেলেদের জন্য বিশ্বকাপে নিজেদের জায়গা পাকা করে নেয়ার সুযোগ এনে দেবে। আমার মতে, এখন অস্ট্রেলিয়ার জন্য ভালো বিষয় হলো ছেলেরা বিগ ব্যাশ ও ঘরোয়া ক্রিকেটে ভালো করারাই সুযোগটা পাচ্ছে।’

চলতি মাসের শুরুতে নিজেদের প্রাথমিক স্কোয়াডে ছয় খেলোয়াড় কে যোগ করে অস্ট্রেলিয়া। তাদেরকে মূলত ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার পুরস্কার দেয়া হয়। পুরোপুরি নতুন মুখ হিসেবে পেস বোলার ওয়েস অ্যাগারকে দলে নেয়া হয়। পরে চূড়ান্ত স্কোয়াড থেকে সাতজন তারকা খেলোয়াড় নিজেদের নাম সরিয়ে নেন।

এটিকে বর্তমান স্কোয়াডে থাকা খেলোয়াড়দের জন্য অন্যরকম সুযোগ হিসেবেই দেখছেন অসি অধিনায়ক। তিনি বলেছেন, ‘আমার মতে, সব কথার শেষ কথা হলো অস্ট্রেলিয়ার হয়ে ক্রিকেট খেলা এবং ভালো করা। তাই সফরে থাকা ছেলেদের জন্য এটিই বড় সুযোগ নিজেদের প্রমাণ করার। আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করলে তা এড়িয়ে যাওয়া কঠিন।’

তিনি আরও যোগ করেন, ‘আপনাকে অবশ্যই বর্তমান ফর্ম বিবেচনায় রাখতে হবে। বিশ্বকাপে আমরা যেমন কন্ডিশন পেতে চলেছি, তার সঙ্গে এসব (বাংলাদেশে) কন্ডিশন অনেকটাই মিল থাকবে। ভারত বা আমিরাত- যেখানেই হোক বিশ্বকাপ, বাংলাদেশের সঙ্গে বেশ মিল রয়েছে।’

শেয়ার