Top

তৃতীয় প্রান্তিকে অধিকাংশ ব্যাংকের আয় বেড়েছে

০১ নভেম্বর, ২০২০ ৯:৫৮ পূর্বাহ্ণ
তৃতীয় প্রান্তিকে অধিকাংশ ব্যাংকের আয় বেড়েছে

দেশের পুঁজিবাজারে ডিসেম্বরে হিসাব বছর শেষ হওয়া কোম্পানিগুলো জানুয়ারি থেকে সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের (নয় মাসের) আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। বাজারে তালিকাভুক্ত ৩০ টি ব্যাংক। ব্যাংকগুলোর মধ্যে ২৯টি তাদের তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে। এর মধ্যে অধিকাংশ বা ১৮ টি ব্যাংকের আয় আগের বছরের চেয়ে বেড়েছে।

শনিবার (৩১ অক্টোবর) ব্যাংকগুলোর তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তৃতীয় প্রান্তিকে সবচেয়ে বেশি আয় বেড়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের। কোম্পানির চলতি বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ টাকা ৩৫ পয়সা হয়েছে। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২৪ পয়সা। এক বছরের ব্যবধানে কোম্পানির আয় বেড়েছে ৪৬২ শতাংশ।

আয় বাড়ার দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে এক্সিম ব্যাংক লিমিটেড। কোম্পানির গত সেপ্টেম্বর শেষে তৃতীয় প্রান্তিকে ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৪৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪৪ পয়সা। আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানির আয় বেড়েছে ২২৫ শতাংশ।

আয় বাড়ার তালিকায় তৃতীয় অবস্থানে আছে ওয়ান ব্যাংক। কোম্পানির সমাপ্ত তৃতীয় প্রান্তিকে ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ২১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৬৫ পয়সা। এক বছরের ব্যবধানে আয় বেড়েছে ৮৬ শতাংশ ।

এছাড়া যেসব ব্যাংকের আয় বেড়েছে সেগুলো হচ্ছে- এবি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, রূপালি ব্যাংক, উত্তরা ব্যাংক, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, যমুনা ব্যাংক, পূবালী ব্যাংক, স্যোশাল ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ব্যাংক এশিয়া, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড।

এদিকে, তৃতীয় যেসব ব্যাংকের আয় কমেছে ৯ ব্যাংকের, সেগুলো হচ্ছ- আইএফআইসি ব্যাংক, প্রাইম ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। তাছাড়া লোকসানে রয়েছে আইসিবি ইসলামী ব্যাংক।

শেয়ার