Top

বিদ্বেষী তৎপরতা অব্যাহত থাকলে মার্কিন সেনাদের বহিষ্কার করা হবে: ইরাকি সংসদ

২৯ জুন, ২০২১ ৬:২৯ অপরাহ্ণ
বিদ্বেষী তৎপরতা অব্যাহত থাকলে মার্কিন সেনাদের বহিষ্কার করা হবে: ইরাকি সংসদ
আন্তর্জাতিক ডেস্ক :

আমেরিকার বিদ্বেষী তৎপরতা অব্যাহত রাখলে মার্কিন বাহিনীকে ইরাক থেকে বহিষ্কার করা হবে। এমন হুমকি দিয়েছে ইরাকের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিশন।

এই কমিশন এক বিবৃতিতে বলেছে, সম্প্রতি মার্কিন বাহিনী যে বিদ্বেষী তৎপরতা চালিয়েছে তা অব্যাহত থাকলে ধরে নেওয়া হবে তারা আগ্রাসনের পথকেই বেছে নিয়েছে। আর এ অবস্থায় সংসদ সব বিদেশি সেনাকে বহিষ্কারের বিষয়ে আগের সিদ্ধান্ত বাস্তবায়নে বাধ্য হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, হাশদ আশ-শাবি একটি জাতীয় বাহিনী এবং আইন অনুযায়ী সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের অধীনে এটি কাজ করে। এই বাহিনীর ওপর আক্রমণ করার অর্থ হচ্ছে ইরাকের সব সেনার ওপর আক্রমণ।

গত সোমবার ভোরে মার্কিন জঙ্গি বিমানগুলো ইরাকের হাশদ আশ শাবি বাহিনীর অবস্থানে হামলা চালিয়েছে। এর ফলে এই বাহিনীর কয়েক জন সেনা শহীদ হয়েছেন।

এরপরই হাশদ আশ শাবি শহীদদের রক্তের বদলা নেওয়ার হুমকি দিয়েছে। -পার্সটুডে

শেয়ার