Top

মগবাজারে বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ১১

০১ জুলাই, ২০২১ ৬:৪৫ অপরাহ্ণ
মগবাজারে বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ১১

ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে বৃহস্পতিবার (০১ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় মো. রাসেল (২১) মারা গেছেন। এ নিয়ে রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ১১ জন হয়েছে। ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বরুয়াল গ্রামের কৃষক জসিম উদ্দিনের ছেলে রাসেল।

বার্ন ইনস্টিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে রাসেলের মৃত্যু হয় বলে তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল। এর আগে বৃহস্পতিবার ভোরে ভ্যানচালক নুরুন্নবী(৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গতকাল বুধবার ইমরান হোসেন (২৫)মারা গেছেন।

পার্থ শঙ্কর পাল বলেন, চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া এই তিনজনেরই শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। মগবাজারে তিনতলা ওই ভবনে গ্যাস জমে বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছে। তবে কেন, কীভাবে ওই বিস্ফোরণ ঘটল, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু কেউ বলেনি ফায়ার সার্ভিস।

শেয়ার