Top

হলি আর্টিজানে নিহতদের প্রতি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

০২ জুলাই, ২০২১ ৯:৪৬ পূর্বাহ্ণ
হলি আর্টিজানে নিহতদের প্রতি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসীদের ভয়াবহ হামলায় নিহতদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিপিএসএ)।

বৃহস্পতিবার (১ জুলাই) গুলশান থানার সামনে পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউল ও বনানী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিনের সম্মানে স্থাপিত ভাস্কর্য দীপ্ত শপথ-এ ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মনিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় তারা নিহতদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের রুহের মাগফেরাত কামনা করেন।

২০১৬ সালের ১ জুলাই গুলশানে হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসীরা ভয়াবহ হামলা চালায়। এতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুই কর্মকর্তাসহ দেশি-বিদেশি ২২ জন নিরীহ নাগরিক নিহত হন। এই সন্ত্রাসী হামলা প্রতিহত করতে গিয়ে অকালে আত্মত্যাগ করেন ডিএমপির দুই নির্ভীক কর্মকর্তা জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মো. রবিউল করিম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন খান। গুরুতর আহত হন বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা।

শেয়ার