সদ্যবিদায়ী ২০২০-২১ অর্থবছরেও রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি বেনাপোল কাস্টমস হাউজের। এর বিপরীতে রাজস্ব ঘাটতি হয়েছে ২ হাজার ১৪৪ কোটি ৬২ লাখ টাকা। তবে গত বছরের তুলনায় রাজস্ব আদায় বেড়েছে ১ হাজার ২৪৮ কোটি টাকা। কভিড-১৯-এর কারণে রাজস্ব আদায়ের বিশাল এ ঘাটতি তৈরি হয়েছে বলে মত কাস্টমস কর্মকর্তাদের।
বেনাপোল কাস্টমস সূ্ত্রে জানা গেছে, গত অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৬ হাজার ২৪৪ কোটি ৬২ লাখ টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৪ হাজার ১০০ কোটি টাকা। এর আগে ২০১৯-২০ অর্থবছরে বেনাপোল কাস্টমসের লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব ঘাটতি হয়েছিল ৩ হাজার ৩৯২ কোটি টাকা।
এছাড়া ২০১৮-১৯ অর্থবছরে ঘাটতি হয়েছিল ১ হাজার ১৪৫ কোটি টাকা, ২০১৭-১৮ অর্থবছরে ঘাটতি ছিল ১৭৯ কোটি ৬৪ লাখ টাকা। যদিও ২০১৬-১৭-তে রাজস্ব বেশি আদায় হয়েছিল ৪৫ কোটি ৪০ লাখ টাকা।