Top

বয়সসীমা ৩৫ রেখে চালু হচ্ছে টিকার নিবন্ধন

০৫ জুলাই, ২০২১ ৩:১৩ অপরাহ্ণ
বয়সসীমা ৩৫ রেখে চালু হচ্ছে টিকার নিবন্ধন

মহামারি করোনাভাইরাসের গণটিকার বয়স কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে টিকা গ্রহীতার বয়স সর্বনিম্ন ৪০ বছর থাকলেও এখন ৩৫ বছর থেকেই টিকার নিবন্ধন করা যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার (৫ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদফতরে মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম অনুষ্ঠিত এক সভাশেষে উপস্থিত সাংবাদিকদেরকে এ কথা বলেন।

তিনি বলেছেন, এখন থেকে ৩৫ বছর বয়স হলেই করোনার টিকা নেওয়ার জন্য নিবন্ধন করা যাবে। দু-এক দিনের মধ্যেই এ বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে। গণমানুষের জন্য বড় পরিসরে টিকা দেওয়ার কার্যক্রম শিগগিরই শুরু হবে। সবার জন্য নিবন্ধন প্রক্রিয়া পুনরায় চালু করা হবে।

ভ‌্যাকসিন স্বল্পতার কারণ দেখিয়ে গত ৫ মে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিবন্ধন কার্যক্রম বন্ধ করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। যুক্তরাষ্ট্রের ফাইজার ও চীনের সিনোফার্মের টিকা হাতে আসার পর সরকার তিন শ্রেণির মানুষের জন্য নিবন্ধন অ্যাপ ওপেন করে।

আইনশৃঙ্খালা রক্ষাকারী বাহিনী, প্রবাসী ও মেডিক্যাল শিক্ষার্থীরা এরইমধ্যে নিবন্ধন করা সুযোগ পেয়েছেন। বাকিদের নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত কিছু দিনের মধ্যে আসবে।

শেয়ার