Top
সর্বশেষ

যুক্তরাষ্ট্রে ৪০০ গোলাগুলির ঘটনায় অন্তত ১৫০ জন নিহত

০৬ জুলাই, ২০২১ ১১:০৪ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রে ৪০০ গোলাগুলির ঘটনায় অন্তত ১৫০ জন নিহত

গত ৪ জুলাই (রোববার) সাপ্তাহিক ছুটির দিনে যুক্তরাষ্ট্রজুড়ে অন্তত ৪০০ গোলাগুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ১৫০ জনের মৃত্যু হয়েছে।

দেশটির গান ভায়োলেন্স আর্কাইভের সংগ্রহ করা তথ্য জানিয়ে সিএনএন’র খবরে বলা হয়, শুক্রবার থেকে শুরু হওয়া এসব ঘটনা এখনও চলছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়বে।

শুধুমাত্র নিউইয়র্কেই ওই সময়ে ২১টি ঘটনায় ২৬ জন গুলিবিদ্ধ হয়েছে। গত বছর একই সময়ে সেখানে ২৫টি গোলাগুলির ঘটনায় ৩০ জন গুলিবিদ্ধ হয়েছিল।

তবে এ বছর ২০২০ সালের তুলনায় সামগ্রিকভাবে নিউইয়র্কে এসব ঘটনা অন্তত ৪০ ভাগ বেড়েছে।

অন্যদিকে শিকাগোতে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ৮৩ জন গুলিবিদ্ধ হয়েছে যাতে মারা গেছেন অন্তত ১৪ জন।

এর আগেই সেখানকার পুলিশ প্রধান ডেভিড ব্রাউন এটিকে পুলিশের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং সপ্তাহ বলে উল্লেখ করে সংশ্লিষ্টদের সতর্ক করেছিলেন।

এছাড়া টেক্সাস, আটলান্টাসহ পুরো আমেরিকা জুড়েই এ ধরনের সহিংস ঘটনা ঘটেছে।

শেয়ার