Top
সর্বশেষ

খুলনায় ৪০ জনের মৃত্যু, শনাক্তে রেকর্ড

০৬ জুলাই, ২০২১ ১:৫৬ অপরাহ্ণ
খুলনায় ৪০ জনের মৃত্যু, শনাক্তে রেকর্ড

খুলনায় করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কঠোর বিধিনিষেধেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না মহামারি। দেশব্যাপী দাপিয়ে বেড়াচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু ও শনাক্ত। আগের রেকর্ড ছাপিয়ে হচ্ছে নতুন রেকর্ড।

এবার খুলনা বিভাগে শনাক্তের রেকর্ডও ভেঙেছে। বিভাগে এই প্রথম একদিনে করোনা শনাক্ত হয়েছে সর্বোচ্চ ১ হাজার ৮৬৫ জনের। একই সময়ে মৃত্যু হয়েছে ৪০ জনের। এ নিয়ে বিভাগে প্রাণহানি ১৩০০ ছাড়াল। মঙ্গলবার (৬ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (৫ জুলাই) খুলনা বিভাগে সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়েছিল। আর একইদিন সর্বোচ্চ ১ হাজার ৪৭০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছে খুলনায়, কুষ্টিয়ায় ১৩ জন, যশোরে ছয়জন, মেহেরপুরে তিনজন এবং ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় একজন করে মারা গেছেন।

এ নিয়ে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৬৩ হাজার ৮৯৯ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৩০৫ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১ হাজার ৪৭ জন।

শেয়ার