Top
সর্বশেষ

পুঁজিবাজারে লেনদেন কমলেও বেড়েছে সূচক

০৭ নভেম্বর, ২০২০ ১১:৫৯ পূর্বাহ্ণ

কিছুটা মিশ্র প্রবণতায় গেলো সপ্তাহ পার করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। সপ্তাহ ব্যবধানে ডিএসই’র প্রধান সূচকে ৯৬ পয়েন্ট যোগ হওয়ার পাশাপাশি বেড়েছে অন্যান্য সূচকও। তবে প্রায় দেড়শ কোটি টাকা কমে দৈনিক গড় লেনদেন ছিলো ৮৪০ কোটি টাকা।

এদিকে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম বৃদ্ধি পাওয়ায় গেলো সপ্তাহে ডিএসই’র বাজার মূলধনে যোগ হয়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা।

আগের সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমে ৬৮ পয়েন্ট, দৈনিক গড় লেনদেন ছিলো ৯৯০ কোটি টাকা। সেখান থেকে গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার প্রধান সূচক ডিএসইএক্সে যোগ হয় ৫০ পয়েন্ট। যদিও লেনদেন কমে দাড়ায় ৭৮৫ কোটি টাকায়। পরদিন সোমবার লেনদেন ও সূচক উভয়ই বৃদ্ধি পায়।

মঙ্গলবার ডিএসইএক্সে ১০ পয়েন্ট যোগ হলেও লেনদেন কমে প্রায় ১০০ কোটি টাকা। বুধবার সূচক কমলেও শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন ও সূচকে উর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। গত সপ্তাহে শরীয়াহ সূচক ডিএসইএস বেড়েছে ২১ পয়েন্ট আর বাছাইসূচক ডিএসই৩০ বেড়েছে ৪৫ পয়েন্ট।

গত সপ্তাহে দর বাড়ার শীর্ষ ৫ প্রতিষ্ঠান ছিলো- অ্যাসোসিয়েটেড অক্সিজেন, শাইনপুকুর সিরামিকস, সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড, সামিট পোর্ট ও ইস্টার্ন ইনসুরেন্স ।

এদিকে দাম হারানো প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিলো- জিলবাংলা সুগার, গ্লোবাল ইনসুরেন্স, ইস্টল্যান্ড ইন্সুরেন্স, এক্সপ্রেস ইন্সুরেন্স এবং ফাইন ফুডস।

সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ৩৬১ টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৭১ টির, কমেছে ১২১ টির এবং অপরিবর্তিত আছে ৬৯ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম।

এদিকে, গেলো সপ্তাহে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন স্টক ব্রোকারদের উপজেলা, জেলা ও বিদেশে ডিজিটাল বুথ স্থাপনের অনুমোদন দেয়। পাশাপাশি মীর আকতার হোসেন লিমিটেডকে আইপিও’র মাধ্যমে পুঁজিবাজার থেকে ১২৫ কোটি টাকা উত্তোলনে প্রতিষ্ঠানটির প্রসপেক্টাস প্রকাশ এবং উন্নয়ন সংস্থা ব্র্যাককে ৩০ নভেম্বরের মধ্যে ব্র্যাক ব্যাংকের আড়াই কোটি শেয়ার কেনার প্রস্তাব অনুমোদন করেছে বিএসইসি।

শেয়ার