Top
সর্বশেষ

বিএনপি জোড়াতালি দিয়ে দেশ চালিয়েছে

০৮ জুলাই, ২০২১ ৬:৫৭ অপরাহ্ণ
বিএনপি জোড়াতালি দিয়ে দেশ চালিয়েছে

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নিজেরা দেশ পরিচালনায় ব্যর্থ ছিলেন, সেজন্য তারা এদিক থেকে কাট করে ওদিক- এভাবে জোড়াতালি দিয়ে দেশ চালিয়েছে। সেই জোড়াতালি দিয়ে আমাদের এখন দেশ চালাতে হবে না। আজ বৃহস্পতিবার মন্ত্রী রাজধানীর মিন্টু রোডে তাঁর সরকারি বাসভবন থেকে অনলাইনে চট্টগ্রাম জেলা সমন্বয় সভার বৈঠকে সভাপতির বক্তব্য শেষে সাংবাদিকদের একথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সফলভাবেই দেশ পরিচালনা করছেন। কোনো জায়গা থেকে কমিয়ে কোনোকিছু করতে হবে না। করোনা মোকাবিলার জন্য বিশেষত করোনার টিকা কেনার জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ রাখা হয়েছে।

দরিদ্র জনগোষ্ঠীর প্রতি নজর দেওয়া নিয়ে বিএনপির মহাসচিবের পরামর্শের বিষয়ে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সরকার প্রথম দফা লকডাউনের সময় সাত কোটির বেশি মানুষকে সহায়তা দিয়েছে। এরই মধ্যে আরও কয়েক কোটি মানুষকে সহায়তা দেওয়া হয়েছে। এই সহায়তা চলমান রয়েছে। একইসঙ্গে আমাদের দলের পক্ষ থেকেও পর্যাপ্ত পরিমাণ সহায়তা দেওয়া হচ্ছে।

চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য ড. হাছান মাহমুদের সভাপতিত্বে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, চট্টগ্রামের মেয়র রেজাউল করিম চৌধুরী, সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মো. তানভীর, চট্টগ্রামের ডেপুটি কমিশনার মোহাম্মদ মমিনুর রহমান প্রমুখ।

সভায় করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলাসহ চট্টগ্রামের সার্বিক উন্নয়নে বিভিন্ন গণমুখী সিদ্ধান্ত নেওয়া হয়।

শেয়ার