জিম্বাবুয়ের বিপক্ষে চলমান একমাত্র টেস্টে ব্যাট হাতে রাজত্ব করছেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সেঞ্চুরির স্বাদ পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। দ্বিতীয় ইনিংসে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম শতকের দেখা পেয়েছেন সাদমান ইসলাম। তিন অঙ্কের কোটা ছুঁয়েছেন আরেক ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তও।
২০১৮ সালের নভেম্বরে বাংলাদেশের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ওপেনার সাদমানের। টেস্ট ক্যাপ মাথায় তোলার প্রায় ৩ বছর হতে চলল। রঙিন পোশাকে বিবেচিত হননি। গায়ে টেস্ট ক্রিকেটারের তকমা সেটে গেছে তার। তবে এই ফরম্যাটে খেলতে নেমেও ব্যাট হাতে সুবিধা করতে পারছিলেন না। অবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে চলমান হারারে টেস্টে অভিষেক শতক পেয়ে গেছেন তিনি।
সাদমানের পর একই পথে শান্তও। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ক্যারিয়ার সেরা ইনিংস খেলার পর ব্যাট হাতে রানের দেখা পাচ্ছিলেন না। জিম্বাবুয়ে গিয়ে আবার রানের দেখে পেয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। নিজের অষ্টম টেস্ট খেলতে নেমে দ্বিতীয় শতক তুলে নিয়েছেন তিনি। ওয়ানডে ওয়ানডে স্টাইলে ব্যাট করছেন তিনি। সেঞ্চুরির কোটা ছুঁয়েছেন মাত্র ১০৯ বলে। যেখানে ৫টি চার ও ৪টি ছক্কা আসে তার ব্যাট থেকে।