Top

আনোয়ার গ্যালভানাইজিংয়ের আয় বেড়েছে

১০ নভেম্বর, ২০২০ ৯:৫৯ পূর্বাহ্ণ
আনোয়ার গ্যালভানাইজিংয়ের আয় বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড জুলাই থেকে সেপ্টেম্বর, ২০২০ সালের প্রথম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটির আলোচ্য প্রান্তিকের আয়ে ইতিবাচক প্রভাব পড়েছে। ফলে আগের বছরের তুলনায় এবার আয় বেড়েছে প্রতিষ্ঠানটির।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

হিসাববছরের প্রথম ৩ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৯৪ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.৩২ টাকা। আলোচ্য সময়ের ব্যধানে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় বেড়েছে ০.৬২ টাকা বা ১৯৪ শতাংশ।

কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে তারা জানান, করোনাকালে চায়নাসহ বিশ্বের অন্যান্য দেশের পণ্য বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। আর এ সুযোগে আনোয়ার গ্যালভানাইজিং ভালো ব্যবসা করেছে।

গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১.৮০ টাকা।

শেয়ার