Top
সর্বশেষ

দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ‘বঙ্গবন্ধু চেয়ার’

১০ জুলাই, ২০২১ ১০:০৫ অপরাহ্ণ
দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ‘বঙ্গবন্ধু চেয়ার’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে দিল্লি বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১২ জুলাই এ লক্ষ্যে চুক্তি সাক্ষর হবে।

ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস- আইসিসিআর শনিবার (১০ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

আইসিসিআর জানায়, বাংলাদেশের স্বাধীনতা ও দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে এই চেয়ার প্রতিষ্ঠা করা হবে।

বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠার জন্য আগামী ১২ জুলাই একটি সমঝোতা স্মারক সই হবে। এতে সই করবেন আইসিসিআরের মহাপরিচালক দিনেশ কে পাটনায়েক এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর পি সি জোশী।

‘বঙ্গবন্ধু চেয়ার’ পরিচালিত হবে বাংলাদেশ বিষয়ক একজন বিদেশি অধ্যাপক বা বিশেষজ্ঞের মাধ্যমে। যিনি হবেন মূলত বাংলাদেশি বংশোদ্ভূত।

আর সমঝোতা স্মারকটির মেয়াদ হবে ৫টি শিক্ষাবর্ষ।

শেয়ার