Top
সর্বশেষ

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন রিয়াদ

১১ জুলাই, ২০২১ ২:২২ অপরাহ্ণ
টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন রিয়াদ

গুঞ্জনটা শুরু হয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে চলতি টেস্টের তৃতীয় দিনে। তবে রিয়াদ কিংবা বাংলাদেশ ক্রিকেট দলের কোনো দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকে কিছু জানা যায়নি। তবে হারারে টেস্টের পঞ্চম দিন মাঠে নামার আগে গার্ড অফ অনার দিয়েছেন তাঁর সতীর্থরা। টেলিভিশন সম্প্রচারেও মাহমুদউল্লাহর অবসরের কথা নিশ্চিত করেছেন ধারাভাষ্যকাররা। বাংলাদেশের হয়ে চলমান টেস্টটিই হতে যাচ্ছে সাদা পোশাকে রিয়াদের ক্যারিয়ারের শেষ ম্যাচ।

অফফর্মের কারণে টেস্ট ফরম্যাট থেকে বাদ পড়েছিলেন মাহমুদউল্লাহ। অবশেষে ১৬ মাস পর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলার সুযোগ হয় তার। সেই সুযোগটা কাজে লাগিয়ে দারুণ এক ইনিংস খেলেন। ১৫০ রানের ইনিংস দিয়ে উদযাপন করেন মাহমুদউল্লাহ রিয়াদ। অথচ এই ফেরাই হয়ে গেল তার শেষ। বিদায়েও হলো নাটকীয়তা এবং গোপনীয়তা।এমন এক নৈপুণ্যের ম্যাচকেই নিজেদের ইতি হিসেবে বেছে নিলেন ৩৬ বছর বয়েসী এই তারকা।

২০০৯ সালে কিংসটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় মাহমুদউল্লাহর। এরপর এক যুগে তিনি খেলেছেন ৫০ টেস্ট। তাতে ৩৩.৪৯ গড়ে করেছেন ২ হাজার ৯১৪ রান। আছে ৫ সেঞ্চুরি আর ১৬ ফিফটি।

শেয়ার