Top

কুষ্টিয়ায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু

১২ জুলাই, ২০২১ ১০:৪৪ পূর্বাহ্ণ
কুষ্টিয়ায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু
কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ৮ জন এবং করোনার লক্ষণ নিয়ে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১০ টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: এম এ মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোগী ভর্তির চাপ অব্যাহত রয়েছে।

চিকিৎসকরা বলছেন, করোনা পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। জেলার একমাত্র ২শ শয্যার করোনা হাসপাতালে বেশ কিছুদিন কোন শয্যা ফাঁকা পাওয়া যাচ্ছে না। শয্যা সংকটের কারণে রোগীদের ঠাঁই হয়েছে বারান্দার মেঝেতে। সেখানেও পা ফেলার কোন জায়গা নেই, গোটা হাসপাতাল এখন রোগীতে ঠাসা। আক্রান্ত এবং উপসর্গ নিয়ে সোমবার বেলা ১০ টা পর্যন্ত ২৬৮ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ১৯৪ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরো ৭৪ জন।

এদিকে কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ১০২৭ ট নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ২৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬ দশমিক ৯৭ ভাগ। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ১০ হাজার ৫৮২ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৬৬৮ জন। মৃত্যের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৪১ জনে। নতুন করে শনাক্ত হওয়া ২৭৭ জনের মধ্যে রয়েছেন কুষ্টিয়া সদর উপজেলায় ১২৬ জন, দৌলতপুর উপজেলায় ৪১ জন, কুমারখালী উপজেলায় ৭২ জন, ভেড়ামারা উপজেলায় ২৩ জন, মিরপুর উপজেলায় ০৮ জন ও খোকসা উপজেলায় ০৭ জন।

এখন পর্যন্ত জেলায় ৭২ হাজার ৬১০ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৬৯ হাজার ২০২ জনের। বাকিরা নমুনা পরীক্ষার প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ৫৭৩ জন। এদের মধ্যে হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ২৬৬ জন এবং হোম আইসোলেশনে আছেন ৩ হাজার ৩০৭ জন।

শেয়ার