চট্টগ্রামে রেকর্ড পরিমাণ করোনা রোগী শনাক্ত হয়েছে। চট্টগ্রামে প্রতিদিন বাড়ছে করোনা রোগী। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৮২১ জন। এ সময়ে করোনায় নতুন করে মারা গেছেন ৯ জন। জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ৮২৯ জন। শনাক্তের মধ্যে নগরীর ৫০ হাজার ৬৬১ জন। উপজেলায় ১৫ হাজার ১৬৮ জন । নতুন ৯ মৃত্যুর মধ্যে ৩ জন নগরীর, ৬ জন উপজেলার। এ পর্যন্ত মোট ৭৮০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫০০ জন নগরীর। বিভিন্ন উপজেলায় মারা গেছেন ২৮০ জন।
সোমবার (১২ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে। ১১টি ল্যাবে ২ হাজার ১৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ৮২১ জনের করোনা শনাক্ত হয়েচে।
বর্তমানে নগরীর পাশাপাশি উপজেলায় বাড়ছে করোনা সংক্রমণ। চিকিৎসকরা বলছেন ভারতীয় ধরনে (ডেল্টা প্রজাতি) চট্টগ্রামে সংক্রমণ হার বাড়ছে। একই সঙ্গে হাসপাতালেও রোগীর তিল ধারণের জায়গা নেই।
করোনার সংক্রমণ বাড়লে মানুষ মাস্ক পরতে উদাসীন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। মাস্ক পরতে হবে। হাত ধোয়ার অভ্যাস থাকতে হবে। ভিড় এড়িয়ে চলতে হবে।
উপজেলায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে হাটহাজারীতে ৫৭ , মিরসরাইয়ে ৩৮, রাউজানে ৩৫ , বাঁশখালীতে ১১, আনোয়ারায় ২৩ , চন্দনাইশে ১২ , বোয়ালখালীতে ২৭ও রাঙ্গুনিয়ায় ২৭ জন জন।
এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৭০ টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২৯১টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩২৪টি নমুনা পরীক্ষা করা হয়। সিভাসুতে ২২৯ নমুনা পরীক্ষা করা হয়।
এতে চবি ল্যাবে শনাক্ত ১১৫, বিআইটিআইডি ৫৭ জন, চমেকে ১২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সিভাসুতে ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এন্টিজেন টেস্টে ৬৬৩ নমুনায় ২২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। কক্সবাজার মেডিক্যালে ২৭ নমুনায় ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া ইমপেরিয়ালে ২১৭ নমুনায় ১০১ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫৩ নমুনায় ২৩ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ২২টি নমুনায় ১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ইপিক হেলথ কেয়ারে ১৪১ নমুনায় ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটি আর এল ৩৭ নমুনায় ২২ জনের করোনা শনাক্ত হয়েছে।