গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার (১২ জুলাই) প্রাপ্ত মৃত্যুর সংখ্যার মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা যান ১২ জন। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৫ জন।
আরএমও জানান, যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে আজ ভর্তি রয়েছেন ১৬২ জন এবং ইয়েলো জোনে ৬৬। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় রেড জোনে ভর্তি হয়েছে ৩৮ এবং ইয়েলো জোনে ৩৭ জন।
এদিকে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে ৫৬৯ জনের করোনা পরীক্ষায় ২১১ জনের পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ৬১১ জনে।