গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৯ জন করোনা আক্রান্ত ছিলেন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ৩ জন। সোমবার সকাল ৮টা থেকে আজ (মঙ্গলবার) সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়। করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক (উপ-পরিচালক) আবদুল মোমেন এ তথ্য জানান।
তিনি জানান, একই সময়ে ৯৯০টি নমুনা পরীক্ষায় ২৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ৩৯ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় করোনায় ১৩ জন ও উপসর্গ নিয়ে ৪ জন মারা গেছেন। একই সময়ে ১০২৭টি নমুনা পরীক্ষায় ২৭৭ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ২৬ দশমিক ৯৭ শতাংশ।
এদিকে, সরকারি বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে গতকাল সোমবার দিনভর অভিযান চালিয়ে ৫৯ জনের কাছ থেকে ৩৪ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়ে মানুষের চলাচল নিয়ন্ত্রণে বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ছাড়া জেলায় সেনা সদস্যদের টহল দিতে দেখা গেছে।