Top
সর্বশেষ

বগুড়ায় আরও ১৯ জনের মৃত্যু

১৩ জুলাই, ২০২১ ১:৩৪ অপরাহ্ণ
বগুড়ায় আরও ১৯ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ১৪৪ জনের। সুস্থ হয়েছেন ১৭৩ জন। মঙ্গলবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তিনি জানান, মারা যাওয়া ১৯ জনের মধ‌্যে ৫ জনের করোনা পজিটিভ ছিলো। আর উপসর্গ ছিলো ১৪ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ৫ ব্যক্তি ছাড়াও বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল, শহীদ জিয়াউর রহমান মেডিক‌্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল ও টিএমএসএস হাসপাতালে আরও ১৪ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় জেলায় ৬৫০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২২ দশমিক ১৫ শতাংশ। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হলেন ১৬ হাজার ১৭৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৮০৭ জন। মোট মারা গেছেন ৪৮০ জন। চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৮৯১ জন।

শেয়ার